'..ঈশ্বর এত ভাল শরীর দিয়েছেন', মেয়েদের নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার, পাল্টা তৃণমূল

নজরবন্দি ব্যুরো: মেয়েদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তাঁর এহেন মন্তব্যের পাল্টা জবাব দিতে ছাড়েনি বাংলার শাসক দল তৃণমূল। হনুমান জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে জগ দিয়ে এমন মন্তব্য করেন বিজেপি নেতা।

আরও পড়ুন: Recruitment Scam: শুধু নেতা-মন্ত্রী নন, কালো টাকা গিয়েছে শিক্ষা দফতরের আধিকারিকদের অ্যাকাউন্টেও, বিস্ফোরক CBI

বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে ইন্দোরে একটি ধর্মীয় সভায় উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। সেখানে তিনি বলেন, “আমাদের দেশে মেয়েদের দেবীর আসনে বসানো হয়। অথচ সেই মেয়েরাই আজকাল নোংরা পোশাক পড়ছে। নোংরা পোশাক পড়লে মেয়েদের মনে হয় শূর্পণখা। পাশাপাশি, মেয়েদের শরীর নিয়ে তিনি বলেন, “ঈশ্বর এত ভাল শরীর দিয়েছেন। তাহলে নোংরা পোশাক পরা কেন?”

'..ঈশ্বর এত ভাল শরীর দিয়েছেন', বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক
‘..ঈশ্বর এত ভাল শরীর দিয়েছেন’, বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক

‘..ঈশ্বর এত ভাল শরীর দিয়েছেন’, বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক

'..ঈশ্বর এত ভাল শরীর দিয়েছেন', মেয়েদের নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার, পাল্টা তৃণমূল
‘..ঈশ্বর এত ভাল শরীর দিয়েছেন’, বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। বিজেপি নেতার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছে। বিভিন্ন ধরনের মন্তব্য করছে সাধারণ মানুষ। যদিও কৈলাস বিজয়বর্গীয় এখানেই থেমে থাকেননি। তিনি আরও বলেন, “আমি যখন রাতে বাইরে যাই, মদ্যপ ছেলে-মেয়েদের দেখি, মনে হয় গাড়ি থেকে নেমে চার পাঁচটি চড় কষিয়ে দিই।”

'..ঈশ্বর এত ভাল শরীর দিয়েছেন', মেয়েদের নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার, পাল্টা তৃণমূল
‘..ঈশ্বর এত ভাল শরীর দিয়েছেন’, বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক

বিজেপি নেতার এই বিতর্কিত মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা কটাক্ষ করে বলেন, “মহিলাদের অপমান করা বিজেপির কাছে একটি চিরস্থায়ী বিষয় হয়ে উঠছে। এভাবে ভারত এগোবে নাকি আরও পিছাবে? বেটি বাঁচাও বলে বেটি পোড়ানো হচ্ছে।”