প্রেসিডেন্সি জেলে আচমকা অসুস্থ জ্যোতিপ্রিয়, চলল অক্সিজেন
Jyotipriya suddenly fell ill in Presidency Jail

নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার রাতে আচমকাই প্রেসিডেন্সি জেলে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লেন রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেল সূত্রে খবর, তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তড়িঘড়ি জেলেই শুরু হয় চিকিৎসা। দেওয়া হয় অক্সিজেন সাপোর্ট। এরপর ধীরে ধীরে সুস্থ বোধ করেন তিনি। এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি, দুর্যোগপূর্ণ হতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

রেশন বন্টন মামলায় ইডির হাতে গ্রেফতারির পর থেকেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রথম দিন আদালতে পেশ করার সময় প্রথমবার তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর ছুটি পান বালু। বৃহস্পতিবার ফের একবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের বর্তমান বনমন্ত্রী। জেলেই ব্যবস্থা করা হয় অক্সিজেনের। কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন তিনি।

প্রেসিডেন্সি জেলে আচমকা অসুস্থ জ্যোতিপ্রিয়, দেওয়া হল অক্সিজেন সাপোর্ট
প্রেসিডেন্সি জেলে আচমকা অসুস্থ জ্যোতিপ্রিয়, দেওয়া হল অক্সিজেন সাপোর্ট

শারীরিক অসুস্থতার কারণেই বৃহস্পতিবার আদালতের পেশ করা সম্ভব হয়নি জ্যোতিপ্রিয় মল্লিককে। তবে, তাঁকে ভার্চুয়াল শুনানিতে হাজির করানো হয়। সেখানেও তিনি বিচারককে জানান, তিনি অসুস্থ তিনি বাঁচতে চান! পাল্টা, বিচারক জ্যোতিপ্রিয়কে জেলেই ফিরে যেতে বলেন।

প্রেসিডেন্সি জেলে আচমকা অসুস্থ জ্যোতিপ্রিয়, দেওয়া হল অক্সিজেন সাপোর্ট

প্রেসিডেন্সি জেলে আচমকা অসুস্থ জ্যোতিপ্রিয়, দেওয়া হল অক্সিজেন সাপোর্ট

গ্রেফতারির পর থেকেই বারবার নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে চলেছেন জ্যোতিপ্রিয়। যদিও তাতে বিশেষ কোনও লাভ হয়নি। তিনি জানিয়েছিলেন, তিনি হাই সুগারের পেশেন্ট, তাঁর হাত-পা কাজ করছে না, এমনকি শরীর প্যারালাইসিস হয়ে যাচ্ছে বলেও তিনি জানিয়েছিলেন। তবে, আপাতত প্রেসিডেন্সি জেলেই থাকতে হবে জ্যোতিপ্রিয়কে।

প্রেসিডেন্সি জেলে আচমকা অসুস্থ জ্যোতিপ্রিয়, দেওয়া হল অক্সিজেন সাপোর্ট
প্রেসিডেন্সি জেলে আচমকা অসুস্থ জ্যোতিপ্রিয়, দেওয়া হল অক্সিজেন সাপোর্ট