বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি, দুর্যোগপূর্ণ হতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

নজরবন্দি ব্যুরো: শক্তি বাড়িয়ে শুক্রবার সকালেই উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি। এটি ওড়িশা ও বাংলা উপকূলের কাছাকাছি চলে এসেছে। দিঘা থেকে দূরত্ব ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে। এই ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ঝোড়ো হাওয়া, দোসর বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগ? রইল আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সকালে বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ ভুবনেশ্বর ও বালাসোরের মাঝামাঝি পারাদ্বীপের উপকূলের কাছাকাছি এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটির অভিমুখ উত্তর উত্তর-পূর্ব দিকে। এরপর উপকূল বরাবর বাংলাদেশের দিকে এগোবে। শনিবার সকালের মধ্যে বাংলাদেশের সুন্দরবন এলাকায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। স্থলভাগে প্রবেশ করার সময় গতিবেগ থাকবে ৮০ থেকে ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি, দুর্যোগপূর্ণ হতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ঘূর্ণিঝড়ের কারণে দিনভর মেঘলা আকাশ থাকবে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, হাওড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। কিছু কিছু জায়গায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা। শনিবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি, দুর্যোগপূর্ণ হতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতার আকাশ মেঘলা থাকবে। আজ দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা বাড়বে। মেঘলা আকাশ থাকায় কমবে দিনের তাপমাত্রা। ঝোড়ো হাওয়া বইবে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৭ থেকে ৮৭ শতাংশ। আর্দ্রতা বজায় থাকবে। রবিবার থেকে শহর ও সংলগ্ন এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি, দুর্যোগপূর্ণ হতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি, দুর্যোগপূর্ণ হতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি, দুর্যোগপূর্ণ হতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া?