অভিনয় জগৎ থেকে দূরে গিয়ে কেমন আছেন রুশা! কৌতূহলী অনুরাগীমহল
Is Roosha Chatterjee miss her acting life?

নজরবন্দি ব্যুরোঃ ‘তোমায় আমায় মিলে’র নায়িকার কথা মনে আছে? পুলিশের ভূমিকায় অভিনয় করে দর্শকমহলে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। ওগো বধু সুন্দরী সিরিয়ালের মাধ্যমে বিনোদন জগতে কেরিয়ার শুরু করেন অভিনেত্রী। তবে সেসব এখন অতীত। অভিনয় জীবন থেকে দূরে গিয়ে এখন তিনি স্বামীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন।

আরও পড়ুনঃ সুখবর দিলেন জিৎ, ১১ বছর পর ফের বাবা হতে চলেছেন অভিনেতা

অভিনয় জীবন থেকে দূরে থাকলেও কিন্তু নিজের সামাজিক মাধ্যমে তিনি খুব অ্যাকটিভ। প্রায়শই স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার ছবি কিংবা পরিবারের কোন বিশেষ মুহূর্ত তিনি মাঝে মাঝেই নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে বিদেশের মাটিতে একান্তে দাড়িয়ে ছবি পোস্ট করেছেন। সেই ছবি ঘিরে ধেয়ে এসেছে একের পর এক প্রশ্নের বান।

Tollywood: অভিনয় জগৎ থেকে দূরে গিয়ে কেমন আছেন রুশা! কৌতূহলী অনুরাগীমহল
 অভিনয় জগৎ থেকে দূরে গিয়ে কেমন আছেন রুশা! অভিনেত্রীর পোস্ট জুড়ে জল্পনা!

অভিনেত্রী ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন “সুন্দর জীবন কাটাচ্ছি”। এই লেখা চোখে পরতেই পাল্টা প্রশ্ন নেটিজেনদের। ১৩ বছরের অভিনয় জীবন মানুষ মাত্র এই কদিনে কীকরে ভুলে গেল? সত্যিই কী তিনি অভিনয় থেকে দূরে গিয়ে ভালো আছেন? তবে এইসমস্ত কোন প্রশ্নেরই উত্তর দেননি অভিনেত্রী।

 অভিনয় জগৎ থেকে দূরে গিয়ে কেমন আছেন রুশা! অভিনেত্রীর পোস্ট জুড়ে জল্পনা!

Tollywood: অভিনয় জগৎ থেকে দূরে গিয়ে কেমন আছেন রুশা! কৌতূহলী অনুরাগীমহল

চলতি বছরের ১৯শে জানুয়ারি অনুরণের সঙ্গে সাতপাকে বাঁধা পরেন অভিনেত্রী। অনুরণ পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখন চাকরী সুত্রে দুজনেই থাকেন সিয়াটেলে। তবে অনুরণের সাথে সুন্দরী অভিনেত্রীর বিয়ের খবর কিন্তু ভালোভাবে নেননি অনুরাগীরা। অভিনেত্রীর স্বামীর চেহারা, উচ্চতা নিয়েও উঠেছিল প্রশ্ন। তবে ভালবাসা কি সত্যি উচ্চতা বা কারোর চেহারা দেখে হয় না তার প্রমান রুশা এবং অনুরণ। নেটিজেনদের বুড়ো আঙ্গুল দেখিয়ে চুটিয়ে সংসার করছেন দুজনে।