বৃষ্টিতে ধুয়ে গেল ভারতের ম্যাচ, তবুও এশিয়ান গেমসের সেমিতে স্মৃতিরা, কোন নিয়মে জানুন
Indian women's cricket team in Asian Games semis

নজরবন্দি ব্যুরো: বৃষ্টির কারণে এশিয়ান গেমসে ভারতের মহিলা ক্রিকেট দলের ম্যাচ পরিত্যক্ত হয়ে গেল। দ্বিতীয় ইনিংসে আর খেলাই শুরু করা গেল না। ম্যাচ ভেস্তে গেলেও ভারত চলে গেল সেমিফাইনালে। একাধিকবার বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ হয়ে যায়। মালয়েশিয়ার ইনিংসের ২ বল হওয়ার পরে ফের বৃষ্টি নামলে খেলা পরিত্যক্ত ঘোষিত হয়।

আরও পড়ুন:এশিয়া কাপে জঘন্য পারফরম্যান্স, বিশ্বকাপের দল নিয়ে ঘোর সঙ্কটে পাকিস্তান

এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় মালয়েশিয়া। টসও দেরিতে হয়। কারণ সেই বৃষ্টি।ওভার সংখ্যা কাটা হয়। ২০ ওভারের ম্যাচ হয়ে যায় ১৫ ওভারের। ভারতের ইনিংসও বৃষ্টির জন্য বিঘ্নিত হয়। ১৫ ওভারে ভারতের মেয়েরা করে ২ উইকেটে ১৭৩ রান। স্মৃতি মান্ধানা দলের অধিনায়ক। তিনি ২৭ রান করেন।

বৃষ্টিতে ধুয়ে গেল ভারতের ম্যাচ, তবুও এশিয়ান গেমসের সেমিতে স্মৃতিরা, কোন নিয়মে জানুন

শেফালি বর্মা ৩৯ বলে ৬৭ রান করেন। জেমাইমা রডরিগেজ (৪৭ অপরাজিত) এবং শেফালি বর্মা (২১ অপরাজিত) মারমুখী ইনিংস খেলেন। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ের জন্যই ভারতের মহিলা দল ১৫ ওভারে করে ২ উইকেটে ১৭৩ রান। কিন্তু কোন নিয়মে সেমিফাইনালে উঠল ভারত? ভারত এই প্রতিযোগিতায় শীর্ষ বাছাই দল হিসাবে খেলছে।

বৃষ্টিতে ধুয়ে গেল ভারতের ম্যাচ, তবুও এশিয়ান গেমসের সেমিতে স্মৃতিরা, কোন নিয়মে জানুন

বৃষ্টিতে ধুয়ে গেল ভারতের ম্যাচ, তবুও এশিয়ান গেমসের সেমিতে স্মৃতিরা, কোন নিয়মে জানুন

সেখানে মালয়েশিয়া অনেক পিছনে। তাই ভারতকে সেমিফাইনালে তোলা হয়েছে। এশিয়ান গেমসে ক্রিকেট খেলা হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। সেখানে ভারত রয়েছে চতুর্থ স্থানে। মালয়েশিয়া ২৭তম স্থানে। কিন্তু এশিয়ান গেমসে যে দেশগুলি খেলছে তার মধ্যে ভারতই সবার উপরে। সেই কারণেই তারা শীর্ষ বাছাই। দ্বিতীয় বাছাই পাকিস্তান। তার পরে রয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।

বৃষ্টিতে ধুয়ে গেল ভারতের ম্যাচ, তবুও এশিয়ান গেমসের সেমিতে স্মৃতিরা, কোন নিয়মে জানুন