নজরবন্ধি ব্যুরোঃ উত্তরপত্রের জায়গায় প্রশ্নপত্র জমা দিয়ে চলে এসেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, হ্যাঁ এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। তিনি একজন ঝাড়গ্রাম স্কুলের পরীক্ষার্থী, ওই শহরেরই অন্য একটি স্কুলে সিট পড়েছিল ওই ছাত্রীর। ঘটনাটি সামনে আসতেই সবাই হতভম্ব হয়ে যায়। উচ্চ মাধ্যমিক পরিক্ষার ইতিহাসে এই প্রথমবার এরম ঘটনা ঘটলো।
কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, শনিবার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ছিল, এই পরীক্ষার দিন ই ওই ছাত্রী এরম অদ্ভুদ কাণ্ড ঘটালো। আর সবার মত ওই ছাত্রী ও পরীক্ষা দিচ্ছিল পরীক্ষা কেন্দ্রে কিন্তু উত্তরপত্র জমা দেওয়ার বদলে ভুলবসত প্রশ্নপত্র জমা উত্তরপত্র ব্যাগে পুরে বাড়ি নিয়ে চলে যায়।

স্কুল শিক্ষিকারা যখন খাতা মেলাতে গিয়ে জানতে পারে যে একটি উত্তরপত্রের বদলে শুধু মাত্র প্রশ্ন পত্র জমা পরেছে তখন তারা খোঁজ খবর নিয়ে ওই ছাত্রীর বাড়ির ঠিকানা জোগাড় করে তাঁর বাড়ি গিয়ে উত্তরপত্র নিয়ে আসে।
উত্তরপত্রের জায়গায় প্রশ্নপত্র জমা দিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, ঘটনাটি ঝাড়গ্রাম স্কুলের

তবে কি করে এত বড় ভুল হল তা নিয়ে প্রশ্ন উঠছে। এক জন পরীক্ষার্থী কিভাবে তাঁর জীবনের এত বড় পরিক্ষায় এরম গাফিলতি দেখাতে পারল? স্কুলের শিক্ষক শিক্ষিকার অপরেও উঠছে প্রশ্ন তারা যখন উত্তরপত্র এর বদলে প্রশ্নপত্র জমা নিল তারা কেন খেয়াল করল না? সেই ছাত্রী জানায় সে ভুল বসতই এই কাজটি করে ফেলেছে, পরে তার খাতাটি অনেক অনুরোধে জমা নেওয়া হয়।