নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই থেকে দলের নির্ধারণ, সবটাই তিনিই করবেন। এমনটাই শুক্রবার শীর্ষ নেতৃত্বদের বৈঠকে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার থেকেই সেই কাজ শুরু করছেন তৃণমূল সুপ্রিমো। শুরুতেও তাঁর নজরে রয়েছে মুর্শিদাবাদ। সাগরদিঘিতে পরাজয়ের পর আজ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে চান তিনি।
আরও পড়ুনঃ Babar Azam: বাবর আজম ফিক্সিংয়ে জড়িত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
বিধানসভা নির্বাচনে জয়ের পরেও কেন উপনির্বাচনে হার? এটা ভাবাতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে কী রাজ্যে সংখ্যালঘু সমর্থন কমতে শুরু করেছে? বাম-সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের কাছে তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রায় ২৩ হাজার ভোটে হেরে গেলেন কেন? আজ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে সেই উত্তর খোঁজার চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী।

যদিও শুক্রবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছে সাংগঠনিক দুর্বলতার কারণে সাগরদিঘিতে পরাজিত হয়েছে তৃণমূল। আর কিছু সময়ের মধ্যেই মুর্শিদাবাদের তৃণমূল নেতা, নেত্রীর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করবেন মমতা। জেলার বিধায়ক, সাংসদ-সহ তৃণমূলের দুই সাংগঠনিক জেলা সভাপতি, চেয়ারম্যানকে এই আলোচনা সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে খবর, সুপ্রিমোর কোনও মন্তব্যকে কেন্দ্র করে যাতে ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তি তৈরি না করা হয়, তা নিশ্চিত করতেই বৈঠকে সাংবাদিকদের হাজির থাকতে বলা হয়েছে।
সাগরদিঘিতে পরাজয়ের পর আজ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক, আজ কী বার্তা দেবেন মমতা?

দলীয় বৈঠক নিয়ে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, দলের ত্রুটিবিচ্যুতি ঠিক করতে অনেক সিদ্ধান্ত নিতে হচ্ছে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত নেতাদের গ্রহণযোগ্যতাও মাথায় রাখতে হবে। রবিবার এ বিষয়ে জেলা স্তরের নেতা নেত্রীদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন দলনেত্রী স্বয়ং। একে বারে ব্লক স্তরের নেতাদের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।