নজরবন্দি ব্যুরো: আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে শুক্রবার মুখোমুখি গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছেন হার্দিক পাণ্ড্যরা। অন্য দিকে, এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছেন রোহিত শর্মারা।
আরও পড়ুন: ফের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীই, জানিয়ে দিলেন অমিত শাহ
প্রতিযোগিতার অন্যতম দুই দলের মধ্যে লড়াই ফাইনালে যাওয়ার। আজ গুজরাচ বনাম মুম্বইয়ের এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। যেমন আইপিএলে অধিনায়ক হিসেবে ৪ হাজার রানের রেকর্ড থেকে ২২ রান দূরে রয়েছেন রোহিত।
পীযুষ চাওলা – টি-২০ ক্রিকেটে ৩০০টি উইকেটের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ৩টি উইকেট দূরে । হার্দিক পান্ডিয়া – টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ২টি উইকেট দূরে রয়েছেন। অপর দিকে টি-২০ ক্রিকেটে ৩৫০টি চারের মাইলস্টোন থেকে ৪টি চার দূরে রয়েছেন শুভমন গিল।
আবার গুজরাট টাইটান্সের হয়ে ৫০টি উইকেটের রেকর্ড স্পর্শ করার জন্য মহম্মদ সামির প্রয়োজন আর ৪টি উইকেট। শুক্রবার আমদাবাদের ২২ গজে দু’দলকেই চিন্তায় রাখতে পারে ব্যাটিং। উপরের দিকের একাধিক ব্যাটারের ধারাবাহিকতার সমস্যা রয়েছে। মুম্বই অধিনায়ক নিজে সেরা ছন্দে নেই।

আরেক ওপেনিং ব্যাটার ঈশান কিশনও নিয়মিত রান পাচ্ছেন না। অপর দিকে গুজরাতের সুবিধা শুভমন গিলের অনবদ্য ছন্দ। যদিও আর এক ওপেনার ঋদ্ধিমান সাহার ব্যাটে নিয়মিত রান আসছে না।
আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হার্দিক-রোহিত
অধিনায়ক হার্দিকও ব্যাট হাতে সেরা ছন্দে নেই। লোয়ার মিডল অর্ডারে নেমে দলের ইনিংস টানছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সব মিলিয়ে আজ ফাইনালে ওঠার জন্য দুই দলই আজ কেও কাওকে এক ইঞ্চি জমি ছড়বে না এটা বলার অপেক্ষা রাখে না।