নজরবন্দি ব্যুরো: চার্জশিটে আগেই নাম ছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যেহেতু মন্ত্রী ছিলেন, আর মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। তাই পার্থ চট্টোপাধ্যায়ের চার্জশিটে নাম দেওয়ার বা গ্রেফতারির ক্ষেত্রে রাজ্যপালের অনুমতির প্রয়োজন হয়। সেই কারণে যখন নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর নামে চার্জশিট পেশ করা হয়েছিল আগেই। সেই সময়েই রাজ্যপালের কাছে অনুমোদন চেয়েছিল সিবিআই।
আরও পড়ুন: ED-র রিপোর্টে আরও এক টলি অভিনেতার নাম, জল্পনা তুঙ্গে
এবার সেই অনুমোদন পেল সিবিআই। অর্থাৎ চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামে অনুমোদন দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে সিবিআই জানায় যে, রাজ্যপালের সেই অনুমোদন দিয়েছেন। যেহেতু এতদিন পর্যন্ত রাজ্যপালের অনুমোদন না থাকায় আদালত চার্জশিট গ্রহণ করেনি। তাই সি ভি আনন্দ বোসের অনুমোদনের অপেক্ষায় ছিলেন সিবিআইয়ের আধিকারিকরা।

অন্যদিকে, গ্রুপ সি-র নিয়োগ দুর্নীতি মামলার ওই চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও আরও পাঁচ জন অর্থাৎ শান্তিপ্রসাদ সিনহা সহ একাধিক প্রাক্তন আধিকারিকের নাম ছিল। আর সেই সব আধিকারিকের জন্যও রাজ্য সরকারের কাছে থেকে অনুমোদন চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু এখনও সেই অনুমোদন মেলেনি। ফলে ওই চার্জশিট এখন আদালত গ্রহণ করবে কি না সেই প্রশ্ন রয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি ও চাকরির বিক্রির গুরুতর অভিযোগ সামনে আসতেই রাজ্য-রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায়। আর সেই দুর্নীতি মামলাত নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা সহ একাধিক প্রাক্তন আধিকারিকের নাম। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয় নগদ প্রায় ৫০ কোটি টাকা। এরপরেই পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই। বর্তমানে তাঁরা দুজনেই জেল-বন্দি।