ED-র রিপোর্টে আরও এক টলি অভিনেতার নাম, জল্পনা তুঙ্গে
Document Filed In High Court By ED

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য। মামলায় কার্যত কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসেছে। নাম জড়িয়েছে একাধিক প্রভাবশালীদের। উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিপুল টাকায় চাকরি ব্রিক্রি হলেও কোন হাত থেকে টাকা কোন দিক হয়ে ঘুরে কোথায় পৌঁছাত! সেই সব জাল খুঁজে বের করতেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তদন্তের জেরেই বেশ কয়েক দিন আগেই খোঁজ মেলে লিপস অ্যান্ড বাউন্ডস নামে এক সংস্থার।

আরও পড়ুন: সরাসরি ডাকযোগে বাড়িতে পৌঁছে যাবে সম্পত্তির দলিল, মমতা সরকারের নয়া উদ্যোগ ‘‌দুয়ারে দলিল’‌

আর সেই সংস্থার সঙ্গে নাম জড়িয়ে পরে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরপরেই ওই সংস্থার যাবতীয় তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। আর আদালতের নির্দেশেই এবার সেই সংস্থার সঙ্গে যুক্ত আধিকারিকদের সম্পত্তির হিসেব জমা পড়ল কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশেই আজ বৃহস্পতিবার মুখবন্ধ খামে জমা পড়েছে সেই সব তথ্য।

ED-র রিপোর্টে আরও এক টলি অভিনেতার নাম, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য
ED-র রিপোর্টে আরও এক টলি অভিনেতার নাম, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য

কিন্তু শুধু ওই লিপস অ্যান্ড বাউন্ডস নামক সংস্থারই তথ্য নয়। বরং তার সঙ্গে রিপোর্টে জমা পরেছে আরও এক ব্যক্তির নাম। ইডি-র দাবি, এই ব্যক্তি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। জানা যাচ্ছে, ওই ব্যক্তি ৪৪ লক্ষ টাকা নিয়েছিলেন পরে সেই টাকা ফেরতও দিয়েছিলেন। তবে কোনও অভিনেতার কথা বলা হয়েছে, তা প্রকাশ্যে আসেনি।

ED-র রিপোর্টে আরও এক টলি অভিনেতার নাম, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য

এদিকে, আদালতে ইডির রিপোর্ট দেখে বিচারপতি সিনহা এদিন প্রশ্ন করেন যে, “এত তদন্তের পর মাত্র একজনের হদিশ পেলেন?এটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়, যে ফিল্ম ইন্ডাস্ট্রির মাত্র একজন এই মানি ট্রেলের সঙ্গে। আপনাদের আগের কথা শুনে সেরকম মনে হয়নি।”

ED-র রিপোর্টে আরও এক টলি অভিনেতার নাম, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য

ED-র রিপোর্টে আরও এক টলি অভিনেতার নাম, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য