KKR এ যোগ দিতে চলেছেন গম্ভীর? প্রাক্তন নাইট অধিনায়কের পোস্টে জল্পনা তুঙ্গে
Gambhir is going to join KKR?

নজরবন্দি ব্যুরো: কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের কাছে গৌতম গম্ভীর অত্যন্ত প্রিয় মানুষ। কারণ নাইটদের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক হলেন গম্ভীর। ২০১২ সালের পর ২০১৪ সালেও তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। তার পরে তিনি কেকেআর কে বিদায় জানিয়েছিলেন। বর্তমানে গত দুবছর আইপিএল এ লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে যুক্ত ছিলেন গম্ভীর।

আরও পড়ুন: মহাযুদ্ধের জার্সিতে তেরাঙ্গা, প্রকাশিত হল রোহিত বাহিনীর অফিসিয়াল অ্যান্থেম

KKR এ যোগ দিতে চলেছেন গম্ভীর? প্রাক্তন নাইট অধিনায়কের পোস্টে জল্পনা তুঙ্গে
KKR এ যোগ দিতে চলেছেন গম্ভীর? প্রাক্তন নাইট অধিনায়কের পোস্টে জল্পনা তুঙ্গে

সম্প্রতি শোনা গিয়েছিল ওই দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছেন তিনি। এর আগে দলের প্রধান কোচের পদ থেকে অ্যান্ডি ফ্লাওয়ারকে সরিয়েছিল তারা। বদলে জাস্টিন ল্যাঙ্গারকে দলে নেওয়া হয়। তারপরেই জল্পনা ছড়িয়ে পড়ে, তাহলে কি লখনউ ছেড়ে এবার কেকেআরে যোগ দেবেন গৌতম গম্ভীর?

Gautam Gambhir: KKR এ যোগ দিতে চলেছেন গম্ভীর? প্রাক্তন নাইট অধিনায়কের পোস্টে জল্পনা তুঙ্গে

আর এবার সেই জল্পনা উস্কে দিলেন স্বয়ং গম্ভীর। গতকাল তাঁর এক্স হ্যান্ডেলে কেকেআর এর মালিক শাহরুখ খানের সাথে একটা ছবি পোস্ট করে লিখেছেন, “শুধু বলিউড নয়, সকলের হৃদয়েরও বাদশা তিনি। যতবার দেখা হয়, ততবারই আরও বেশি ভালোবাসা ও সম্মান নিয়ে ফিরি। তোমার কাছে অনেক কিছু শেখার আছে। এসআরকে বেস্ট”।

KKR এ যোগ দিতে চলেছেন গম্ভীর? প্রাক্তন নাইট অধিনায়কের পোস্টে জল্পনা তুঙ্গে

Gautam Gambhir: KKR এ যোগ দিতে চলেছেন গম্ভীর? প্রাক্তন নাইট অধিনায়কের পোস্টে জল্পনা তুঙ্গে

আর এই মন্তব্যের মধ্যেই জল্পনা শুরু। উল্লেখ্য, গতবছর চন্দ্রকান্ত পণ্ডিতকে কোচ করা হলেও অধরা আইপিএল ট্রফি এনে দিতে পারেননি তিনি। এহেন পরিস্থিতিতে কোচ বা মেন্টর হিসাবে কেকেআরে যোগ দিতে পারেন গম্ভীর, এমনটাই জল্পনা শোনা গিয়েছিল কিছুদিন আগে। আর এবার সেই জল্পনা সত্যি হয় কিনা সেটাই দেখার।