নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই স্থগিত হয়ে গিয়েছিলো যাদবপুরের PHD গবেষকদের ভর্তির প্রক্রিয়া। তালিকা প্রকাশ হয়ে গিয়েছিলো কিন্তু তা সত্ত্বেও অজানা কারনে আটকে গিয়েছিলো ভর্তি। কিন্তু কেন এইভাবে আটকে গেল ভর্তির প্রক্রিয়া?এবার এই প্রসঙ্গে মুখ খুললেন যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউ।
আরও পড়ুনঃ বিশেষ বেঞ্চের সিদ্ধান্তই চূড়ান্ত, SSC সংক্রান্ত কোনও মামলা শুনবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়
তিনি জানান সংকটের মুখে রয়েছে যাদবপুরের PHD গবেষকদের ভবিষ্যৎ। প্রসঙ্গত উল্লেখ্য, UGC-র নিয়ম অনুযায়ী একজন প্রফেসরের অধীনে ৮ জনের বেশী গবেষক গবেষণা করতে পারবেন না। কিন্তু গত কয়েক বছরের ইতিহাস বলছে আরও বেশী সংখ্যক গবেষক ছিল একজনের অধীনে।
যাদবপুরের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, অ্যাডমিশন প্রক্রিয়ায় সময় ছিল জুনমাসে। কিন্তু নভেম্বর শেষ হতে চললেও অ্যাডমিশন শুরুর কোন পদক্ষেপ এখনও গ্রহন করা হয়নি। ফলে UGC গাইডলাইন অমান্য করা হয়েছে। যা সত্যিই গবেষকদের ভবিষ্যতের জন্য খারাপ। উপাচার্য বাদে বাকি অধ্যাপকরাও এই ঘটনার তীব্র বিরোধিতা জানিয়েছেন।
সংকটের মুখে যাদবপুরের PHD গবেষকদের ভবিষ্যৎ, কবে হবে অ্যাডমিশন?
অন্যদিকে ভিসি দাবী করেন, কর্মসমিতির বৈঠকে বসবে। এখন সেখানে তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হবে। তাছাড়াও বিভিন্ন অধ্যাপকরা বৈঠকেও নামার সিদ্ধান্ত নিয়েছেন এই দিন। যাদবপুরের PHD গবেষকদের ভবিষ্যৎ এইমুহূর্তে প্রশ্নের মুখে।