বিশেষ বেঞ্চের সিদ্ধান্তই চূড়ান্ত, SSC সংক্রান্ত কোনও মামলা শুনবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়
Justice Ganguly will not hear any more cases related to SSC

নজরবন্দি ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কলকাতা হাইকোর্টে গঠিত হয়েছে একটি বিশেষ ডিভিশন বেঞ্চ। এই বেঞ্চেই এসএসসি (SSC) সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হবে। যে কারণে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, তিনি আর এসএসসি (SSC) নিয়োগ সংক্রান্ত কোনও মামলা শুনবেন না। তবে বিচারপতির এই সিদ্ধান্ত সাময়িক বলেই জানা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে প্রয়োজন পড়লে তিনি আবারও আন্দোলনকারীদের ‘ভগবান’ হয়ে উঠতেও পারেন।

আরও পড়ুন: ধর্মতলায় অমিত শাহের কর্মসূচিতে অনুমতি নেই পুলিশের, হাইকোর্টের দ্বারস্থ BJP

প্রসঙ্গত, পুজোর ছুটির পর সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল এসএসসি (SSC) সংক্রান্ত মামলাগুলির। কিন্তু এজলাসে বসেই বিচারপতি জানিয়ে দেন, তিনি এসএসসি সংক্রান্ত মামলা আপাতত শুনছেন না। কারণ, হিসাবে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশের কথাই উল্লেখ করেছেন।

বিশেষ বেঞ্চের সিদ্ধান্তই চূড়ান্ত, SSC সংক্রান্ত কোনও মামলা শুনবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার ক্ষেত্রে একটি বিশেষ বেঞ্চ গঠন করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদিকে নিয়ে গঠিত হয়েছে এই বিশেষ বেঞ্চ। এই ডিভিশন বেঞ্চটি গঠন করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। আগামী দিনে এই বেঞ্চ থেকেই নিয়োগ দুর্নীতির সমস্ত মামলার শুনানি হবে।

বিশেষ বেঞ্চের সিদ্ধান্তই চূড়ান্ত, SSC সংক্রান্ত কোনও মামলা শুনবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়
বিশেষ বেঞ্চের সিদ্ধান্তই চূড়ান্ত, SSC সংক্রান্ত কোনও মামলা শুনবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত বিভিন্ন মামলায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দায়ের করা হয়েছিল একটি মামলা। গত ৯ই নভেম্বর এই মামলার শুনানিতে শীর্ষ আদালত একটি ডেডলাইন বেঁধে দেয়। বলা হয়, আগামী দু’মাসের মধ্যে তদন্তের সমস্ত রিপোর্ট জমা দিতে হবে। একই সঙ্গে, কলকাতা হাইকোর্টে একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনেরও নির্দেশ দেয় শীর্ষ আদালত।

বিশেষ বেঞ্চের সিদ্ধান্তই চূড়ান্ত, SSC সংক্রান্ত কোনও মামলা শুনবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়

তবে এসএসসি সংক্রান্ত মামলা আপাতত না শুনলেও প্রাথমিকের যে কয়েকটি মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে চলছিল সেগুলি তিনি শুনবেন। আগামী ২৯ নভেম্বর সব মামলার শুনানি হওয়ার কথাও রয়েছে। এখন আগামী দু’মাসের মধ্যে সিবিআই ও ইডি আদালতে কি রিপোর্ট জমা দেয় এবং তার ভিত্তিতে এই বিশেষ ডিভিশন বেঞ্চ কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।

বিশেষ বেঞ্চের সিদ্ধান্তই চূড়ান্ত, SSC সংক্রান্ত কোনও মামলা শুনবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়