ধর্মতলায় অমিত শাহের কর্মসূচিতে অনুমতি নেই পুলিশের, হাইকোর্টের দ্বারস্থ BJP
BJP went to High Court to get permission for the programme

নজরবন্দি ব্যুরো: আগামী ২৯শে নভেম্বর ধর্মতলায় বিশাল সমাবেশ করার কথা বঙ্গ বিজেপির। উদ্দেশ্য, কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিত মানুষদের সমাগম। যেখানে মূল অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এদিকে, ধর্মতলায় বিজেপির বঞ্চনা সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। যে কারণে এবার সভার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের গেরুয়া শিবির।

আরও পড়ুন: মৎস্য বন্দরে ভয়াবহ আগুন, নিমেষে পুড়ে গেল ২৩টি বোট

১০০ দিনের কাজ থেকে শুরু করে নানান কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে বাংলার মানুষকে। এই বিষয়টি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত অব্যাহত। এর আগে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করে বঞ্চিতদের এক লক্ষ চিঠি তুলে দিতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও মন্ত্রী দেখা না করায় দিল্লিতে শুধুমাত্র ধর্না কর্মসূচিতে অংশ নিয়েই কলকাতায় ফিরে আসেন রাজ্যের শাসকদলের প্রথম সারির নেতা।

ধর্মতলায় অমিত শাহের কর্মসূচিতে অনুমতি নেই পুলিশের, হাইকোর্টের দ্বারস্থ BJP

এরপর রাজভবনের সামনে চার দিন ব্যাপী চলে ধর্না। শেষমেষ রাজ্যপাল সিভি আনন্দ বোসে হাতে সেই সমস্ত চিঠি তুলে দিয়ে ধর্না শেষ করে তৃণমূল। তার ঠিক পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলার মানুষদের বঞ্চনার নেপথ্যে রয়েছে রাজ্য সরকারের গাফিলতি। নন্দীগ্রামের বিধায়ক আরও বলেন, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করে রাজ্য সরকার নিজের উন্নয়ন প্রকল্প হিসাবে চালাতে চাইছে।

ধর্মতলায় অমিত শাহের কর্মসূচিতে অনুমতি নেই পুলিশের, হাইকোর্টের দ্বারস্থ BJP

তৃণমূলের ধর্না কর্মসূচির পাল্টা প্রতিবাদের পরিকল্পনা করে বঙ্গ বিজেপি। সেক্ষেত্রেও শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, কলকাতায় এক লক্ষ বঞ্চিতদের নিয়ে সমাবেশ করবে বিজেপি। তারিখ স্থির করা হয় ২৯শে নভেম্বর। আর জায়গাটিও বেশ উল্লেখযোগ্য। বরাবর তৃণমূল কংগ্রেস একুশে জুলাইয়ের সমাবেশ যে জায়গায় করে থাকে অর্থাৎ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে, সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে এসে সমাবেশ করতে চায় বিজেপি।

ধর্মতলায় অমিত শাহের কর্মসূচিতে অনুমতি নেই পুলিশের, হাইকোর্টের দ্বারস্থ BJP

কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে, ২৯ তারিখের সমাবেশের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। সে কারণে সোমবার সভার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলা দায়ের করেছে বিজেপি। আদালত সূত্রে খবর, দুপুর ২টো নাগাদ এই মামলার শুনানি হবার কথা। সেখানেই স্থির হবে আগামী ২৯ তারিখ ধর্মতলায় বিজেপির সমাবেশ হবে কি হবে না।

ধর্মতলায় অমিত শাহের কর্মসূচিতে অনুমতি নেই পুলিশের, হাইকোর্টের দ্বারস্থ BJP
ধর্মতলায় অমিত শাহের কর্মসূচিতে অনুমতি নেই পুলিশের, হাইকোর্টের দ্বারস্থ BJP