নজরবন্দি ব্যুরোঃ ইন্দোনেশিয়ার বালিতে চলছে জি-২০ সম্মেলন। অনুষ্ঠানের হোস্ট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বিশ্ব নেতাদের কাছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রসিডেন্ট থমাস বেক এবং আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পরিচয় করিয়ে দেন-ডেইলি মেইল।
আরও পড়ুনঃ ২৩ এর IPLএ আমূল পরিবর্তন, এক নজরে দেখে নিন কোন দল কাকে ছাড়ল আর ধরে রাখল
এই পরিচয়ের পরেই বিশ্বের নেতাদের কাছে ফিফা সভাপতি শান্তির আবেদন করেছেন। টুর্নামেন্টের একমাস তিনি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘ফুটবল জীবনের একটা অঙ্গ। হয়ত আরও বেশি কিছু। ফুটবল একটা আবেগ।’
তিনি আরও বলেন, ‘বিশ্বকে ঐক্যবদ্ধ করে ফুটবল। ওয়ার্ল্ড কাপ মানুষকে শান্তিতে ঐক্যবদ্ধ করার একটি উপলক্ষ। বিশ্বের বর্তমান হাঙ্গাময়পূর্ণ সময়ে ফুটবলের মতো বিষয় প্রয়োজন। বিশ্বকাপ চলাকালীন এক মাসের জন্য অস্থায়ী যুদ্ধবিরতি কিংবা অন্তত মানবিক দিক বিবেচনায় কিছু দিক উন্মোচন করার কথা ভাবুন।
বিশ্বকাপের সময় এক মাস যুদ্ধবিরতির আবেদন জানালেন ফিফা সভাপতি
অথবা কিছু একটা করুন, যেখান থেকে শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ নেওয়া হবে। আপনারা বিশ্বনেতা, ইতিহাসের গতিপথকে প্রভাবিত করার ক্ষমতা আপনার আছে। ফুটবল ও বিশ্বকাপ আপনাদের এবং সারা বিশ্বকে একতা ও শান্তি প্রতিষ্ঠার অনন্য এক মঞ্চ তৈরি করে দিচ্ছে’। এখন দেখার ফিফার সভাপতির এই আবেদন বিশ্বের এই নেতাদের কানে ঢোকে কিনা।