Press Card দেখিয়ে তোলাবাজির অভিযোগ, ভুয়ো সাংবাদিকের পকেট থেকে মিলল জাল টাকা
Fake Money In The Pockets Of Fake Journalists

নজরবন্দি ব্যুরো: ফের পুলিশের জালে ভুয়ো সাংবাদিক। শুধু তাই নয় নকল সাংবাদিকের কাছ থেকে মিলল নকল ১০ হাজার টাকার নোট। পাশাপাশি উদ্ধার হয়েছে টাকা ছাপানোর কাগজও। জানা যাচ্ছে, ওই ভুয়ো সাংবাদিকের কাছে রয়েছে নকল প্রেস কার্ড। যা দেখিয়ে তোলাবাজিও করত সে। ঘটনায় শোরগোল ছড়িয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুন: সাগরদত্তের পরে এবার SSKM-এ, দালালচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৩

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাটে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম বয়স পঁয়ত্রিশের গৌতম বোস। রবিবার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। অভিযোগ, বেশ কয়েক বছর ধরেই অভিযুক্ত জেলার বিভিন্ন প্রান্তে নকল পরিচয় পত্র, ভুয়ো প্রেস কার্ড বানিয়ে ঘুরত। শুধু তাই নয়, সেই প্রেস কার্ড দেখিয়ে একাধিক ব্যক্তিকে ভয় দেখিয়ে তোলাবাজিরও অভিযোগ উঠত তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে একাধিক অভিযোগ থানায় জমাও পরেছে।

Press Card দেখিয়ে তোলাবাজির অভিযোগ, উদ্ধার হয়েছে টাকা ছাপানোর কাগজও

 

একাধিক অভিযোগ পাওয়ার পর তৎপর হয় পুলিশ। খোঁজ চালিয়ে ধৃতকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। জানা যাচ্ছে, অভিযুক্তকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পাশাপাশি ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছে বসিরহাট থানার পুলিশ। ধৃতের সঙ্গে আন্তর্জাতিক জাল নোট কারবারিদের যোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

Press Card দেখিয়ে তোলাবাজির অভিযোগ, উদ্ধার হয়েছে টাকা ছাপানোর কাগজও

জানা গিয়েছে, ধৃতের কাছ একটি চারচাকা গাড়ি উদ্ধার হয়েছে। পাশাপাশি ওই চারচাকা গাড়ি পাওয়া গিয়েছে পাঁচটা ২০০০ টাকার নকল নোট। এছাড়াও পাওয়া গিয়েছে ২০০০ টাকা তৈরি করার সাদা পেপার। ইতিমধ্যেই গোটা ঘটনাটি খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ

Press Card দেখিয়ে তোলাবাজির অভিযোগ, উদ্ধার হয়েছে টাকা ছাপানোর কাগজও

Press Card দেখিয়ে তোলাবাজির অভিযোগ, উদ্ধার হয়েছে টাকা ছাপানোর কাগজও