নজরবন্দি ব্যুরো: কেন্দ্রের ‘আবাস যোজনা’র বাড়ি মেলেনি। বাধ্য হয়ে মাটির বাড়িতেই দিন কাটাচ্ছিলেন। আর অসময়ের বর্ষণে সেই মাটির বাড়ির দেওয়াল ধসে শনিবার বাঁকুড়ায় তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর দায় নিতে হবে কেন্দ্রকে, এমনই দাবি রাজ্যের শাসকদলের। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কেন পাচ্ছেন না, তা নিয়ে রাজনৈতিক তরজার মাঝেই অভিযোগের সুর আরও চড়িয়ে এবার এই বিষয়টিও দিল্লির দরবারে নিয়ে যাচ্ছে তৃণমূল।
আরও পড়ুন: দিল্লির পথে তৃণমূল, রাজধানীতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অংশ নেবেন প্রবাসী বাঙালিরাও?
আজ বিক্ষোভ কর্মসূচিতে শামিল হতে ইডির হাজিরা-ও এড়াতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন সেই কথা৷ এদিন বিকেল পৌনে সাড়ে ৪টা নাগাদ দিল্লিতে রওনা দেওয়ার উদ্দেশে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন তিনি৷ সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন৷ কেন্দ্রের উদ্দেশ্যে রীতিমতো হুঙ্কারের সুরে বলেন,
‘‘ধমকে চমকে লাভ হবে না.. এর শেষ দেখে ছাড়ব৷’’ শুধু তাই নয়, বিষ্ণুপুরের দেওয়াল চাপা পড়ে যে ৩ শিশুর মৃত্যু হয়েছে তাদের পরিবারের সদস্যদের দিল্লি নিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনিয়ে তিনি বলেন, “গতকাল একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, বিষ্ণুপুরের ঘোরামারা বলে একটা গ্রাম রয়েছে। সেখানে ৩টি পরিবারের ৩ ফুলের মতো শিশু, একজনের বয়স ৫ বছর, একজনের বয়স ৪ বছর ও একজনের বয়স ৩ বছর। এই নিম্নচাপে একটি মাটির কাঁচা দেওয়াল ভেঙে পড়ে তাদের মৃত্যু হয়েছে। এর দায় কার? ইতিমধ্যেই হাইকোর্টে কেস ফাইল হয়েছে। এর সঙ্গে আমি রাজ্য প্রশাসনকে অনুরোধ করব ওই ঘটনার পূর্ণ তদন্ত হওয়া উচিত”।

দিল্লির কৃষি দফতরের কর্মসূচি নিয়ে অভিষেক বলেন, পনের কুড়ি দিন আগে আমরা যখন গিরিরাজ সিংয়ের অ্যাপয়েন্টমন্ট চেয়েঠিলাম তখন গিরিরাজবাবু স্পষ্ট জানিয়েছিলেন তিনি দিল্লিতে থাকবেন না। তাই তিনি আমাদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে পারবেন না। বিজেপির ৪ সাংসদকে ইতিমধ্যেই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে বৈঠক হয়েছে।
দিল্লি যাবার আগে বিমান বন্দরে বিস্ফোরক অভিষেক, কী বললেন তৃণমূলের সাধারণ সম্পাদক?
এটা প্রমাণ হচ্ছে গিরিরাজ সিং দিল্লিতে আছেন। তার পরেও তৃণমূলের সাধারণ মানুষের প্রতিনিধি দলের সঙ্গে দেখা না করে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করছেন। তাদের বৈমাতৃসুলভ আচরণ ফের একবার প্রতিষ্ঠিত। সব মিলিয়ে আগামী ২ দিন দিল্লি কাঁপাতে প্রস্তুত তৃণমূল।