নজরবন্দি ব্যুরোঃ ইস্টবেঙ্গলের তরফে ইমামি ইস্টবেঙ্গলকে আগামী মৌসুমে আইএসএলে ভালো দল গড়ার জন্য বেশকিছু দেশি বিদেশি ফুটবলার এবং কয়েকজন কোচের নাম চিঠির মাধ্যমে পাঠানো হয়। সেই চিঠিতে বলা হয়েছিল ক্লাবের কার্যকরী কমিটি এবং পুরাতন ফুটবলারদের মিলিত আলোচনার মাধ্যমে খেলোয়াড় এবং কোচের নাম পাঠানো হলো। যা নিয়ে দল করলে আগামী মৌসুমে ভালো দল করতে পারবে ক্লাব।
আরও পড়ুনঃ শিক্ষক দুর্নীতির মাঝেই বড় খবর, তিন হাজার নিয়োগ হতে চলেছে শিক্ষা ক্ষেত্রে
এরই সঙ্গে বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিভিন্ন ব্যাপারে আলোচনার জন্য বোর্ড মিটিং করতে ক্লাবের কাছে দিন চাওয়া হয়েছিল। কিন্তু ক্লাবের তরফ থেকে কোনও দিন জানানো হয়নি।’ এরই পাশাপাশি বিনিয়োগকারী সংস্থা আশা প্রকাশ করেছে, ‘আশা করব, এই মরশুমে মার্চ মাস শেষ হওয়ার আগেই বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে।’ বিনিয়োগকারী সংস্থা ইমামির তরফে এরকম বিবৃতি আসার পরেই ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে দেবব্রত সরকার বলেন,

‘‘দলের খারাপ পারফরম্যান্স নিয়ে আলোচনার জন্য ১০ ডিসেম্বর ক্লাবের তরফে চিঠি দিয়ে জরুরি ভিত্তিতে বোর্ড মিটিং ডাকতে বলি। একই সঙ্গে জানাই, দলে বেশ কিছু পরিবর্তন করলে, এই দলটাই বাকি ম্যাচগুলিতে ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই চিঠির প্রাপ্তি স্বীকার এখনও পর্যন্ত আমরা পাইনি। কিছুদিন আগে আমরা একটা আলোচনায় বসে ছিলাম।
রবিবার ইমামি ইস্টবেঙ্গলের প্রধান আদিত্য আগরওয়াল এবং মনীশ গোয়েঙ্কাকে চিঠি দিয়েছিল ইস্টবেঙ্গল। সেই চিঠিতে লেখাছিল, “এই মরসুমে লাল-হলুদের পারফরম্যান্স সমর্থকদের মন ভেঙে দিয়েছে। সেই কারণে ১৮ ফেব্রুয়ারি সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। সদস্য এবং কর্তারা মিলে কিছু ফুটবলারের তালিকা তৈরি করা হয়েছে।
ফের মতপার্থক্য ইমামি ও ইস্টবেঙ্গলের, কী হবে নতুন মরশুমে?
সেই তালিকা বিদেশি এবং স্বদেশি ফুটবলারদের নিয়েই বানানো হয়েছে। এমন কিছু ফুটবলার হয়তো রয়েছেন যাঁদের সঙ্গে অন্য ক্লাবের চুক্তি রয়েছে। ট্রান্সফার ফি দিয়েই নিতে হবে সেই ফুটবলারদের। আশা করব খুব তাড়াতাড়ি সেই প্রক্রিয়া শুরু হবে।” এর পরেই সোমবার চিঠি দিল ইমামি।