নজরবন্দি ব্যুরোঃ অর্থলগ্নি সংস্থার বিজ্ঞাপনের মুখ ছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। এবার সেই সংস্থার দুর্নীতিতে নাম জড়াল। এবার সানিয়ার বিরুদ্ধে তদন্ত করবে ইডি। অভিযোগ, ওই সংস্থার একাধিক অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন সানিয়া। তাঁকে দেখে প্রচুর মানুষ টাকা রেখেছিলেন। তাই তাঁর বিরুদ্ধে তদন্তের জন্য ইডির কাছে অভিযোগ জমা পড়েছে।

জানা গেছে, ওই অর্থলগ্নি সংস্থার নাম কিউনেট। বহুদিন ধরেই তেলেঙ্গানায় তাঁদের কারবার চলছিল। ভারত থেকে টাকা মালয়েশিয়ায় পাচারের অভিযোগ উঠেছে। এতে বহু মানুষের লোকসান হয়েছে। এই বিষয়ে ৪ এপ্রিল তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কাছে পিটিশন দায়ের হয়েছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে ক্ষতিগ্রস্তরা।

এক এনজিও সংস্থার আধিকারিক গুরুপ্রীত সিংহ আনন্দ জানিয়েছেন,সানিয়া ক্রীড়াজগতে একটা বড় নাম। তাই তিনি যখন ওই অর্থলগ্নি সংস্থার হয়ে প্রচার করেছেন, তখন অনেক বেশি মানুষ সেখানে টাকা রেখেছে। ওই সংস্থার প্রধান শাখা মালয়েশিয়ায়। সেখানে প্রচুর টাকা পাচার করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে ইডি।
সানিয়ার বিরুদ্ধে তদন্ত করবে ইডি, জমা পড়েছে বিস্তর অভিযোগ

অভিযোগকারীদের বক্তব্য, সংস্থার প্রচার করতে বিদেশে গিয়েছেন। অনেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। যাতায়াত, হোটেল ভাড়া, প্রচারের জন্য টাকা নিয়েছেন সানিয়া। তা হলে তাঁর বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত। আমরা ইডির কাছে সেই অনুরোধ করেছি। যদিও এবিষয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে ইডির কাছে। তবে এখনও অবধি সানিয়ার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।