নজরবন্দি ব্যুরোঃ শিক্ষা দুর্নীতি, সমবায় দুর্নীতির পাশাপাশি কিন্তু এজেন্সি পুর নিয়োগ দুর্নীতি মামলা নিয়েও সমানভাবে তৎপর। এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের কেন্দ্র কামারহাটি পুরসভার কাছে নথি চেয়ে পাঠাল ইডি। সঙ্গে ৩৪ জনকে তলব করা হয়েছে বলেও সূত্রের খবর।
আরও পড়ুনঃ Aadhar Card ছাড়াই এবার থেকে ভোটার তালিকায় নাম তোলা যাবে, জানাল কমিশন
প্রসঙ্গত, এর আগেও কামারহাটি পুরসভায় ১৮ জনকে তলব করেছিল ইডি। তাঁরা কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলকে জেরার মাধ্যমেই উঠে আসে পুরসভার প্রসঙ্গ। জানা যায়, অয়ন শীলের সংস্থার মাধ্যমে বেআইনিভাবে কামারহাটি পুরসভায় ১৪ জনকে নিয়োগ করা হয়।
ইডি সূত্রে খবর, কামারহাটির পাশাপাশি উত্তর ২৪ পরগণার দক্ষিণ দমদম, বরানগর, পানিহাটি, কামারহাটি, হালিশহর পুরসভাও কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছে। ২০১৪ ও ২০১৯ সালে পুরসভাগুলিতে নিয়োগ হয়েছিল। সেই সময়ই বেআইনিভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে বলে জানতে পেরেছে ইডি।
এবার মদনের এলাকায় ED হানা, নথি চেয়ে কামারহাটি পুরসভার ৩৪ জনকে তলব
ইডির তলব প্রসঙ্গে কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা বলেন, ‘‘সিবিআইয়ের নির্দেশ মতো পুরসভার কর্মীরা সিবিআই দফতরে হাজিরা দিচ্ছেন। পাশাপাশি, সিবিআই যে সমস্ত নথি চেয়ে পাঠিয়েছে, সেই সব নথিও পাঠানো হয়েছে। এর পরেও যা যা নির্দেশ আসবে, আমরা মেনে চলব।’’