নজরবন্দি ব্যুরো: এবার থেকে আর ভোটার তালিকায় নাম তোলার জন্য লাগবে না আধার কার্ড। অর্থাৎ তালিকায় নাম তোলার ক্ষেত্রে পরিচয় প্রমাণের জন্য ভোটারদের তাদের আধার নম্বরের বিশদ বিবরণ দিতে বাধ্য করা হবে না। শুধু তাই নয়, ভোটার তালিকার নিবন্ধনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হচ্ছে। সুপ্রিম কোর্টে ভোটার তালিকা নিয়ে এমনটাই জানাল নির্বাচন কমিশন।
আরও পড়ুন: Weather Update: নিম্নচাপ সরলেও এখনই বৃষ্টি থেকে রেহাই নেই, আজ কেমন থাকবে আবহাওয়া?
এপ্রসঙ্গে সুপ্রিম কোর্টকে ভারতের নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে, ভোটার তালিকার নাম তোলার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। আর তার ফলেই শিগগিরই এই বিষয়ে কমিশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হবে। যেহেতু বর্তমানে ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম ৬ এবং ফর্ম ৬বি পূরণ করতে হয়। আর এই দুই ফর্মেই আধার কার্ড এর নম্বর চাওয়া হয়। কিন্তু এবার থেকে তা আর চাওয়া হবে না।
জানা যাচ্ছে, নতুন ভোটারদের নাম তালিকায় তোলার জন্য শুধু ফর্ম ৬ পূরণ করতে হয়। অর্থাৎ, আবেদনপত্র পূরণ করতে হয়। তার সঙ্গে থাকে ফর্ম ৬বি। আর এই দুই ফর্ম নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা করা হয়েছিল। মামলাকারী আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন যে, ভোটার হিসেবে নাম নিবন্ধন করতে গিয়ে, আধার তথ্য ফাঁস হয়ে যেতে পারে। এরপরেই ভোটার নিবন্ধন (সংশোধনী) বিধিমালা ২০২২-এর বিধি ২৬-এর বি সম্পর্কে স্পষ্টতা চেয়েছিলেন আবেদনকারী।
এরপরেই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর সমন্বয়ে গঠিত এক বেঞ্চে এই মামলার শুনানি হয়। আর শুনানি চলাকালীন নির্বাচন কমিশন জানিয়েছে যে, ভোটার নিবন্ধন (সংশোধনী) বিধিমালার ২০২২-এর ২৬-এর বি ধারা অনুযায়ী, ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক নয়। পাশাপাশি শীর্ষ আদালতে কমিশন প্রতিশ্রুতি দিয়ে জানায় যে, শীঘ্রই এই বিষয়ে একটি স্পষ্ট নির্দেশিকা জারি করা হবে।