নজরবন্দি ব্যুরোঃ ঠিক গতবারের রিপ্লে। মরশুমের শুরুতেই লগ্নীকারী সংস্থা ইমামি সঙ্গে ইস্টবেঙ্গলের গন্ডগোল লেগে গেছে। অর্থাৎ গতবারের মতো এবারও আবার দুই পক্ষের মধ্যে গন্ডগোল মাথা ছাড়া দিয়ে উঠেছে।
আরও পড়ুনঃ ভাল খেলেও জাতীয় দলে সুযোগ পেলেন না সবুজ-মেরুন ফুটবলাররা
চলতি মরশুমে আইএসএলে ব্যর্থতা ও দলগঠনের সমস্যা নিয়ে শুরু হয়েছে কাজিয়া। আর এই পরিস্থিতিতে ক্লাব ও ইনভেস্টরের মধ্যে সম্পর্ক ভালো না হলে আগামী মরসুমের ভালো দল গঠনে ক্ষতিগ্রস্ত হতে হবে। আর এর প্রভাব পড়বে সামনের বছর আইপিএলে।
তাই এই মুহূর্তে ক্লাব ও ইনভেস্টটরের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তোলা খুবই জরুরী।এই পরিস্থিতিতে, ইমামি ইস্টবেঙ্গল এফসি দুই পক্ষের মধ্যে সেতুবন্ধনের জন্য স্পোর্টিং ডিরেক্টর নিয়োগের প্রস্তুতি শুরু করেছে। যেটা রয়েছে আইএসএলের একাধিক ফ্রাঞ্চাইজিতে।
ইস্টবেঙ্গল ক্লাব ও লগ্নিকারী সংস্থার মধ্যে সমস্যা মেটাতে নিয়োগ করা হচ্ছে স্পোর্টিং ডিরেক্টর

যিনি ইমামি ও ইস্টবেঙ্গলের মধ্যে ফুটবলগত বিষয়ে সেতুবন্ধরূপে কাজ করে যাবেন। আইএসেলের বেশিরভাগ ক্লাব এই পদ্ধতি গ্রহণ করার জন্য অনেক উন্নতি ঘটিয়েছে ক্লাবে। তাই তাদের পদ্ধতি অনুসরণ করে এবার ইস্টবেঙ্গলও স্পোর্টিং ডিরেক্টর নিয়োগ করার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে।