নজরবন্দি ব্যুরোঃ বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) নিয়ে ফের বিতর্ক। বেশ কিছুমাস আগে দেশে মুক্তি পেয়েছিল এই ছবিটি। আর মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয় চর্চা। কিন্তু এবার এই ছবিকে ‘অশ্লীল’ বলে তীব্র ভর্ৎসনা করেন জুরি বোর্ডের চেয়ারম্যান পরিচালক নাভাদ লাপিড।
আরও পড়ুনঃ ‘কাশ্মীর ফাইলস’-কে ‘অশ্লীল’ বললেন জুরি বোর্ডের চেয়ারম্যান, বিতর্কের মাঝে মুখ খুললেন অনুপম
তিনি বলেন, এটি শুধুমাত্র একটি প্রোপাগান্ডা এবং অশ্লীল ছবি ছাড়া আর কিছুই নয়। গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে এই ছবি প্রদর্শনীর ক্ষেত্রে একেবারেই উপযুক্ত নয়। স্বাভাবিকভাবেই নাদাভ লাপিতের এই মন্তব্য মোটেই ভালোভাবে নেননি পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি পাল্টা চাঁচাছোলা উত্তর দিয়ে জানিয়েছেন, গুড মর্নিং। সত্যিটা কেউ মেনে নিতে পারে না। সত্যি ঘটনা বড়ই ভয়ংকর। এই রকম সত্যি ঘটনাই মানুষকে মিথ্যা কথা বলার প্ররোচনা জোগায়।

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের পরিচালক নাভাদ লিপিড। চলতি বছরেই মার্চ মাসে মুক্তি পায় অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশি অভিনীত এই সিনেমাটি। ১৯৯০ সালে ভূস্বর্গে কাশ্মীরি পণ্ডিতদের নিধন ঘিরে আবর্তিত হয়েছে ছবির পটভূমি৷
Terror supporters and Genocide deniers can never silence me.
Jai Hind. #TheKashmirFiles #ATrueStory pic.twitter.com/jMYyyenflc— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) November 29, 2022
‘সত্যিটা কেউ মেনে নিতে পারছে না’, বললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী
সমালোচক ও দর্শকদের কাছে প্রশংসিত এই ছবি বক্সঅফিসে অত্যন্ত সফল৷ তবে কিছু দেশে এই ছবি নিষিদ্ধ ঘোষণা করা হয়৷ নাভাদের এ হেন মন্তব্যের পর অনুপম খের বলেন, ‘আমি চাইব ঈশ্বর ওঁকে বুদ্ধি দিক। যাতে ভবিষ্যতে কখনও তিনি নিজের ব্যক্তিগত উদ্দেশ্যে এই ধরনের মঞ্চকে ব্যবহার না করেন।‘