নজরবন্দি ব্যুরো: গত বছর নভেম্বরে বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সিভি আনন্দ বোস (CV Anand Bose)। এবছর তাঁর প্রথম বর্ষপূর্তি। এই বিশেষ দিনটি বেশ ধুমধাম করেই পালন করার পরিকল্পনা করছে রাজভবন। বিশাল আয়োজন করা হবে।
আরও পড়ুন: বিজেপির বঞ্চনা সমাবেশে পুলিশের ‘না’, স্বাধীন রাষ্ট্রে সভা করার অধিকার সবার বার্তা আদালতের
আগামী ২৩ নভেম্বর বাংলার রাজ্যপাল হিসেবে এক বছর পূর্ণ হবে সিভি আনন্দ বোসের। সূত্র মারফত খবর, তিনদিন ধরে রাজভবনে নানারকম অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাজভবন ছাড়া ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই অনুষ্ঠান হবে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পরই সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, বাংলার সংস্কৃত, শিল্পের সঙ্গে ভীষণভাবে পরিচিত তিনি। বাংলার প্রতি তাঁর টানও বহু পুরনো। কলকাতায় ব্যাঙ্কার হিসাবে কাজ করেছেন তিনি। তাঁকে বাংলা ভাষা শেখার প্রতি আগ্রহী হতেও দেখা গিয়েছে।
সিভি আনন্দ বোস রাজ্যপাল মনোনীত হওয়ার পর ‘বোস’ শুনে অনেকেই মনে করেছিলেন তিনি বাঙালি। কিন্তু পরবর্তীকালে জানা যায়, তাঁর জন্ম কেরলে। বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। নেতাজী সুভাষ চন্দ্র বোসের দেখানো পথেই চলতেন। বাবা-ই চেয়েছিলেন ছেলের নামের সঙ্গে বোস জুড়ে থাকুক। সেই থেকেই তাঁর নাম হয় সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, এই বর্ষপূর্তিতে উঠে আসবে কীভাবে সিভি আনন্দ বোস কীভাবে বঙ্গসন্তান হয়ে উঠেছেন? একবছরে রাজভবন কীভাবে জনগণের রাজভবন হয়ে উঠেছে। একটি থিম সং হবে বলেও জানানো হয়েছে।
দেশের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের পদত্যাগের পর আসন খালি হয়। ২০২২ সালের ১৭ জুলাই পদত্যাগ করেন ধনখড়। সেইসময় দায়িত্বভার সামলাতে অস্থায়ী রাজ্যপাল হিসেবে আসেন মণিপুরের রাজ্যপাল লা গনেশন। কয়েকমাসের মধ্যেই স্থায়ী রাজ্যপাল হয়ে আসেন সিভি আনন্দ বোস।
বাংলার রাজ্যপাল হিসেবে বোসের প্রথম বর্ষপূর্তি, ধুমধাম করে পালনের পরিকল্পনা রাজভবনের
