আরবের ক্লাবের হয়ে অভিষেক হয়ে গেল CR7 এর, তবে গোল পেলেন না ক্রিশ্চিয়ানো
CR7 made his debut for the Arab club.

নজরবন্দি ব্যুরোঃ তিনি শুরুটা কেমন করেন সে দিকেই তাকিয়ে ছিলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরের সমর্থকেরা। তাকিয়েছিলেন বিশ্বের কোটি কোটি রোনাল্ডো ভক্ত। কিন্তু অভিষেক ভাল হল না রোনাল্ডোর। প্রথম ম্যাচ গোল করতে পারলেন না তিনি। যদিও তাতে আল নাসেরের জিততে সমস্যা হল না।

আরও পড়ুনঃ সতীর্থের জন্য প্রার্থনা, পন্থের জন্য মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন সূর্যকুমাররা

১-০ গোলে আল এত্তিফাককে হারাল তারা। কিন্তু প্রথম ম্যাচে গোল এল না তাঁর পা থেকে। যদিও ১৯ তারিখ লিওনেল মেসির পিএসজি-র বিরুদ্ধে গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুরুতেই গর্জে উঠেছিলেন তিনি। তবে আল নাসেরের হয়ে গোল করতে না পারায় রোনাল্ডো হয়তো হতাশ করলেন তাঁর ভক্তদের।

আরবের ক্লাবের হয়ে অভিষেক হয়ে গেল CR7 এর, তবে গোল পেলেন না ক্রিশ্চিয়ানো
আরবের ক্লাবের হয়ে অভিষেক হয়ে গেল CR7 এর, তবে গোল পেলেন না ক্রিশ্চিয়ানো

প্রথম ম্যাচে গোল করার অনেক চেষ্টা করলেন রোনাল্ডো। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট মারেন। তাঁর পরিচিত নাকল ফ্রিকিকও দেখা যায়। এমনকি বক্সের মধ্যে বাইসাইকেল কিকও নেন। কিন্তু কোনও ক্ষেত্রেই গোলের দরজা খুলতে পারেননি সিআর৭। দেখে বোঝা যাচ্ছিল, পরিচিত ছন্দে নেই তিনি।

আরবের ক্লাবের হয়ে অভিষেক হয়ে গেল CR7 এর, তবে গোল পেলেন না ক্রিশ্চিয়ানো

ফলে যা করতে যাচ্ছেন, ঠিক মতো হচ্ছে না। তবে আল নাসের বনাম আল এত্তিফাক ম্যাচে সিআর সেভেন পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন। খেলার শেষে তাঁকে বেশ খুশিই দেখাচ্ছিল। নিজের খেলা নিয়ে নিজেই হয়তো সন্তুষ্ট রোনাল্ডো।

আরবের ক্লাবের হয়ে অভিষেক হয়ে গেল CR7 এর, তবে গোল পেলেন না ক্রিশ্চিয়ানো

আরবের ক্লাবের হয়ে অভিষেক হয়ে গেল CR7 এর, তবে গোল পেলেন না ক্রিশ্চিয়ানো

খেলার প্রতিটি মুহূর্তে নিজের উপস্থিতি জানান দিয়েছেন পর্তুগিজ তারকা। ৩১ মিনিটে আল নাসেরের হয়ে গোল করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড অ্যান্ডারসন টালিস্কা। ম্যাচে ওই একটিই গোল হয়। আল নাসের ১-০ গোলে হারায় আল এত্তিফাককে।