পঞ্চায়েত ভোট, বামেরা একতরফাভাবে প্রার্থী ঘোষণা করল
cpim candidate announcement

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটে মনোনয়ন পত্র জমা দেওয়ার শনিবার ছিল দ্বিতীয় দিন। বাম-কংগ্রেস জোট হবে কিনা তা এখনও চূড়ান্ত নয়। এরই মধ্যে রাজ্যের বেশ কয়েকটা জেলাতে বামেরা একতরফাভাবে প্রার্থী ঘোষণা করল। এভাবে একতরফাভাবে প্রার্থী ঘোষণার জেরে জোট ভবিষ্যৎ ঘিরে জল্পনা দেখা দিয়েছে।

আরও পড়ুন:Panchayet Election23: মনোনয়ন পর্ব নিয়ে বিভিন্ন জেলায় অশান্তি, নির্বাচন কমিশনারকে তলব করল রাজ্যপাল

এমন আবহে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মুর্শিদাবাদ জেলার মতোই কংগ্রেসের জন্য কোনও আসন না ছেড়েই পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদ আসনগুিলতে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামের। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ৬০টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করল জেলা বামফ্রন্ট। জেলা পরিষদের মোট ৬০টি আসনের মধ্যে ৫৫টি আসনে সিপিএম ও ৫টি আসনে প্রার্থী দেবে সিপিআই।

Panchyat Election: পঞ্চায়েত ভোট, বামেরা একতরফাভাবে প্রার্থী ঘোষণা করল

কংগ্রেসের সঙ্গে কোনও আসন সমঝোতা হয়নি বলে জানিয়ে দিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। আর পূর্ব বর্ধমান জেলাতেও জেলা পরিষদের ৬৬টি আসনের মধ্যে ৬২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জেলা বাম নেতৃত্ব। ফরওয়ার্ড ব্লক তিনটি, আরএসপি ও সিপিআই একটি করে আসনে প্রার্থী দেবে। বাকি আসনগুলিতে সিপিএম লড়াই করবে। বাকি চারটি আসনে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।

 পঞ্চায়েত ভোট, বামেরা একতরফাভাবে প্রার্থী ঘোষণা করল
পঞ্চায়েত ভোট, বামেরা একতরফাভাবে প্রার্থী ঘোষণা করল

তবে জানা যাচ্ছে, একতরফাভাবে প্রার্থী ঘোষণা করলেও বাম নেতৃত্ব কংগ্রেসের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখছে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শুরুর দিন শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত গোলমালের অভিযোগ। মনোনয়ন ঘিরে প্রথম দিনেই অব্যবস্থার অভিযোগ উঠেছে। এছাড়া বিরোধীদের মনোনয়নে বাধার অভিযোগ তো আছেই।

 

পঞ্চায়েত ভোট, বামেরা একতরফাভাবে প্রার্থী ঘোষণা করল

Panchyat Election: পঞ্চায়েত ভোট, বামেরা একতরফাভাবে প্রার্থী ঘোষণা করল

আর এরপরই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে তলব করে রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দুপুর ১ টা ৪৫ মিনিট নাগাদ রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার। জানা যাচ্ছে, আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তবে কমিশন সূত্রে খবর, ধারাবাহিক অশান্তির খবর পেয়ে তিনি প্রত্যেক জেলাশাসক ও পুলিশ সুপারদের কড়া নির্দেশ দিয়েছেন, নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।