নজরবন্দি ব্যুরো: কলকাতা হাইকোর্টে বড় জয় পেল বামেরা। জয়নগরের দলুইখাকি গ্রামে ত্রাণ নিয়ে ঢুকতে পারবে সিপিএম। অনুমতি দিল আদালত। সোমবার সিপিআইএম-এর পক্ষ থেকে মামলা দায়ের করেন বাম নেতা তথা আইনজীবী সায়ন চক্রবর্তী। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে দ্বারস্থ হন তিনি। এবার সেই মামলার রায় বামেদের পক্ষে গেল।
আরও পড়ুন: বিজেপির বঞ্চনা সমাবেশে পুলিশের ‘না’, স্বাধীন রাষ্ট্রে সভা করার অধিকার সবার বার্তা আদালতের
জয়নগরে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের মৃত্যুর পর সিপিএম-কে কাঠগড়ায় তুলে গোটা গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। কোনও রকমে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন গ্রামবাসীরা। জিনিসপত্র নষ্ট করে দেওয়ার অভিযোগও ওঠে শাসকদলের বিরুদ্ধে। এরপর সেখানে বাম নেতাদের মধ্যে সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্য়ায়, সায়ন বন্দ্যোপাধ্যায়রা ত্রাণ নিয়ে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁদের।

এরপর আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। রবিবারও পুলিশি বাধার মুখে পড়েন সিপিআইএম নেতারা সহ মহিলা সংগঠন। গ্রামে ঢুকতে গেলে পুরুষ পুলিশ দিয়ে মহিলাদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলে সিপিআইএম। বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, “পুলিশ তৃণমূলের ক্ষেত্রে নিষ্ক্রিয়। তাঁদের ক্ষেত্রে অতি সক্রিয়।” এই সকল অভিযোগ নিয়ে আজ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সায়ন। বিচারপতি পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।
আদালতে জয় বামেদের, জয়নগরে ত্রাণ নিয়ে ঢুকতে পারবে CPIM
সোমবার সেই পরিপ্রেক্ষিতেই পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে দ্বারস্থ হন সায়ন চক্রবর্তী। এ দিন শুনানিতে আদালত জানায়, দলের মোট চারজন যেতে পারবেন ত্রাণ নিয়ে। তাঁদের সঙ্গে থাকবেন চার পুলিশ আধিকারিক।