আগে থেকেই চলছিল সরকার ফেলার পরিকল্পনা, ঝাড়খণ্ড কান্ডে চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের এক বিধায়কের গাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধারকে কেন্দ্র করে ক্রমাগত বাড়ছে রহস্য। এর আগে বিধায়ক কুমার জয়মঙ্গল জানিয়েছিলেন, তাঁকে দলবদলের জন্য ১০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এখন উঠে এল অন্য তথ্য। সিআইডি সূত্রে দাবি, অভিযোগকারী কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গলকে বছরখানেক আগেও দেওয়া হয়েছিল টাকার টোপ। সিআইডির আধিকারিকরা মনে করছেন, ঝাড়খণ্ডে অনেক আগে থেকেই চলছিল সরকার ফেলার পরিকল্পনা।

আরও পড়ুনঃ Partha Chatterjee: এসি নেই, ‘এখানে কী করে থাকব’, প্রশ্ন করা পার্থর রাত কেমন কাটল জেলে?

কিছুদিন আগেই কলকাতার এক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালকে আটক করেছে সিআইডি। সিআইডির কাছে ওই ব্যবসায়ী জানিয়েছেন, তাঁর কাছে ৩০ জুলাই মহেন্দ্রর কাছে টাকা লেনদেনের বিষয়ে ফোন এসেছিল অন্য রাজ্য থেকে। এই ঘটনায় একাধিক তথ্য উঠে আদতে শুরু করেছে।

ঝাড়খণ্ডের টাকা কাণ্ডের ঘটনায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিধায়ক কুমার জয়মঙ্গল।অভিযোগ ধৃত তিন জন জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিরজির বিধায়ক রাজেশ কাছাপ এবং কোলেবিরার বিধায়ক নমন বিক্সাল তাঁকে দলবদলের জন্য টীপ দিয়েছিলেন। তদন্তকারী অফিসারদের হাতে যে তথ্য উঠে এসেছে তা হল, তিন বিধায়ক ঝাড়খণ্ডের সরকার ফেলার জন্য টাকা নিয়েছিল। এতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার যোগ রয়েছে বলে জানা গেছে। এমনকি অসম থেকে তাঁরা কলকাতা এসেছিলেন বলে জানা গেছে।

আগে থেকেই চলছিল সরকার ফেলার পরিকল্পনা, অসম নয়, প্রস্তাব এসেছিল অন্য রাজ্য থেকে 
আগে থেকেই চলছিল সরকার ফেলার পরিকল্পনা, অসম নয়, প্রস্তাব এসেছিল অন্য রাজ্য থেকে 

ইতিমধ্যেই বিষয়টিকে নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিন বিধায়ক।মামলাকারীদের বক্তব্য ছিল,  যে অভিযোগ উঠে আসছে, তাতে একাধিক রাজ্যের যোগ রয়েছে। তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ কীভাবে এই ঘটনার তদন্ত করবে? সেই কারণ দেখিয়েই রাজ্য গোয়েন্দাদের বদলে কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়ার আবেদন জানানো হয়েছিল।

আগে থেকেই চলছিল সরকার ফেলার পরিকল্পনা, অসম নয়, প্রস্তাব এসেছিল অন্য রাজ্য থেকে 

আগে থেকেই চলছিল সরকার ফেলার পরিকল্পনা, অসম নয়, প্রস্তাব এসেছিল অন্য রাজ্য থেকে 
আগে থেকেই চলছিল সরকার ফেলার পরিকল্পনা, অসম নয়, প্রস্তাব এসেছিল অন্য রাজ্য থেকে 

আদালতের তরফে জানানো হয়েছে, সিআইডির ওপর ভরসা রয়েছে তাঁরা নিরপেক্ষভাবে তদন্ত করতে পারবে। সেইসঙ্গে সুপ্রিম কোর্টের একাধিক মামলার কথা উল্লেখ করে বিচারপতি মৌসুমী ভট্টচার্য বলেন, অভিযুক্ত কখনই তদন্তকারী সংস্থাকে বেছে নিতে পারে না। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতাদের মন্তব্য তদন্তভার হস্তান্তরের জন্য পর্যাপ্ত নয় বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সাফ প্রশ্ন, “সিবিআই-এর মতো সংস্থা যদি এতদিন ধরে তদন্ত করে যোগ্য অযোগ্য বাছতে অপারগ হয় তাহলে কি করে হবে?”
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!

Lifestyle and More...