নজরবন্দি ব্যুরো: নতুন সংসদ ভবন নিয়ে কম আলোচনা হয়নি। মোদী সরকারের ডাকা বিশেষ অধিবেশনেই পুরনো ভবনের অধ্যায় শেষ করা হয়েছে। এবার থেকে নতুন সংসদ ভবনে অধিবেশন বসবে। এবার এ নিয়েই কটাক্ষ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর কটাক্ষ, “মোদী মাল্টিপ্লেক্সে দম বন্ধ লাগছে।” পাশাপাশি সরকার বদল হলে নতুন সংসদ ভবনের বদল হবে বলেও ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুন: ব্যস্ত মেট্রো স্টেশনের কাছেই ভেঙে পড়ল বাড়ির চাঙড়, জখম পথচারী, আহতের মাথায় ৩০ টি সেলাই
কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইটে লেখেন, “নতুন সংসদ ভবনের উদ্বোধন এত প্রচার করে করা হয়েছে, এর পিছনে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য স্পষ্ট বোঝা যাচ্ছে। এটিকে মোদী মাল্টিপ্লেক্স বা মোদী ম্যারিয়ট বলা যায়। নতুন ভবন দমবন্ধ করে দেয়। একে অপরকে দেখতে হয় বাইনোকুলার দিয়ে। পুরনো ভবনে এক কক্ষ থেকে অন্য কক্ষে হেঁটে যাওয়া ইত্যাদি ছিল অনেক সহজ। পুরনো সংসদ ভবনের অলিন্দ বা লবি যাঁরা ঘুরে দেখেননি তাঁদের কাছে এই ফারাক বোঝা সম্ভব নয়। আসলে পুরনো ভবনের অলিন্দ ও লবি ছিল যেন এক মিলনক্ষেত্র।
কংগ্রেস নেতা আরও বলেন, “২০২৪ সালে কেন্দ্রে ক্ষমতা পরিবর্তন হবে। তারপর এই নতুন ভবনকে অন্য কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে ভাবতে হবে।” জয়রাম রমেশের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, সরকার বদল হলে নতুন সংসদ ভবনের পরিবর্তে পুরনো সংসদ ভবনে ফিরে যাওয়া হতে পারে। সমাজবাদী পার্টির তারকা-সাংসদ জয়া বচ্চন নতুন সংসদ ভবনকে সাত তারা হোটেল বলেও কটাক্ষ করেছিলেন। উল্লেখ্য, আগামী বছর লোকসভা নির্বাচন। বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে একজোট হয়েছে দেশের একাধিক বিরোধী দল।
চলতি বছরের ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়। যদিও সরকারি ভাবে উদ্বোধন হয় গত ১৯ সেপ্টেম্বর। এরপর থেকেই বিতর্ক শুরু হয়েছে। নতুন সংসদ ভবনেই বিজেপি ও বিএসপি দুই সাংসদ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দেওয়া না গেলে দলের তরফে বিজেপি সাংসদ রমেশ বিধুরিকে শোকজ করা হয়।
নয়া সংসদ ভবন হল মোদী মাল্টিপ্লেক্স! নতুন সরকার এলে ‘বদলের’ ইঙ্গিত কংগ্রেসের
