নজরবন্দি ব্যুরো: নিম্নচাপের জেরে গত দুদিন ধরেই বৃষ্টিপাত চলছে। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা। কলকাতার বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বর্ষণ হচ্ছে। এই বৃষ্টির জেরেই ঘটে গেল বড় দুর্ঘটনা। শনিবার সকালে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছেই একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। গুরুতর জখম হয় এক পথচারী। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: দিঘা যাওয়ার জন্য বিলাসবহুল গাড়ি না মেলায় বৃদ্ধকে খুন, নাগেরবাজারকাণ্ডে গ্রেফতার গাড়িচালক
জানা গিয়েছে, এদিন ঘটনাটি ঘটেছে কলকাতার চারু মার্কেট থানা এলাকায়। সরোবর মেট্রো স্টেশনের ৬ নং গেটের কাছেই টালিগঞ্জ শাসমল রোডের পাশে তিনতলা একটি বাড়ির কার্নিশের একাংশ ভেঙে পড়ে। রাস্তার ধার দিয়ে যাওয়া এক পথচারী গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ব্যক্তির নাম চন্দন বর্মণ, তাঁর বাড়ি মেদিনীপুরে। জখম ব্যক্তির মাথায় প্রায় ৩০ টি সেলাই পড়েছে বলে খবর। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে বলে খবর। পুলিশকর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। জায়গাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়।
দেশপ্রাণ শাসমল রোডের ওই তিনতলা বাড়িটি দীর্ঘদিনের পুরনো। বাড়ির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজও অনেকদিন ধরেই হয়নি। কলকাতা পুরনিগমের তরফে আগেই ওই বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল। শনিবার সকাল ৯ টা নাগাদ বাড়ির একাংশ ভেঙে পড়ে। বাড়িটির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার তোড়জোড় চালাচ্ছেন পুরনিগমের কর্মীরা। জানা যাচ্ছে, বিপজ্জনক ওই বাড়িটিকে বছর দু’য়েক আগেই খালি করে দেওয়া হয়েছিল। বাড়িটিকে এখন আর কেউ থাকেন না।
ঘটনাস্থলের কাছাকাছি মেট্রো স্টেশন থাকায় সকাল থেকেই মানুষের ভিড় ছিল। সেইসময়েই আচমকা দুর্ঘটনাটি ঘটে যায়। দুজন পথচারী বাড়ির নীচ দিয়ে যাচ্ছিলেন। তাঁদের একজনের মাথায় কার্নিশের একাংশ ভেঙে পড়ে। গুরুতর আহত হন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব্যস্ত মেট্রো স্টেশনের কাছেই ভেঙে পড়ল বাড়ির চাঙড়, জখম পথচারী, আহতের মাথায় ৩০ টি সেলাই
