নজরবন্দি ব্যুরো: ১২ দিনের সফর শেষে কলকাতায় ফিরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আর বিদেশ সফর শেষেই পৌঁছে গেলেন এসএসকেএম (SSKM) হাসপাতালে। জানা যাচ্ছে, রবিবার বিকেলেই এসএসকেএম হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী। আর সেখানেই নিজের স্বাস্থ্যপরীক্ষা করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:Holiday: ফের ছুটি ঘোষণা মমতা সরকারের, পুজোর আগে এই দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ-অফিস!
জানা গিয়েছে, রবিবার বিকেলে গাড়ি করে উডবার্ন ব্লকের সামনে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কেবিনে যান তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ও অন্যান্য স্বাস্থ্যকর্তারা। আর সেখানেই স্বাস্থ্যপরীক্ষা করান মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, তাঁর পায়ের সমস্যা রয়েছে। তা নিয়েই এদিন দেখাতে এসেছিলেন হাসপাতালে।

প্রসঙ্গত, স্পেন-দুবাইয়ের গুরুত্বপূর্ণ সফর সেরে মঙ্গলবার সন্ধেবেলা কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী তাঁর এই সফর নিয়ে দারুণ খুশি তিনি। তা বিমানবন্দরে নেমেই জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এরপরেই আচমকা তাঁর দেখা মেলে এসএসকেএম হাসপাতালে। স্বাস্থ্যসচিবকে সঙ্গে নিয়ে উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নং কেবিনে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যপরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
তবে ঠিক কী সমস্যা রয়েছে মুখ্যমন্ত্রীর, তা এখনও জানা যায়নি। উলেক্ষ্য, পঞ্চায়েত ভোটের আগেই জলপাইগুড়িতে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। এরপরেই তাঁর এসএসকেএমেই প্রাথমিক চিকিৎসা হয়। তারপরে মুখ্যমন্ত্রীকে অপারেশনের পরামর্শ দিলেও তিনি অস্ত্রোপচার করাতে রাজি হননি। তাহলে কি এবার অস্ত্রোপচার নিয়ে আলোচনা করতেই পৌঁছে গেছিলেন তিনি? যদিওবা বর্তমানে মুখ্যমন্ত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।