নজরবন্দি ব্যুরো: ফের বিশেষ ছুটির ঘোষণা করল রাজ্য সরকার। পুজোর আগেই আরও একদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ-অফিস। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে রাজ্যের বার্ষিক ছুটির তালিকায় জুড়েছে আরও একটি ছুটি। আর এই নতুন ছুটির ঘোষণা হতেই সেপ্টেম্বরের শেষ সপ্তাহে টানা ছুটির আনন্দে মেতে উঠেছেন সরকারি কর্মচারীরা।
আরও পড়ুন: দুর্গাপুজোর আগেই বাংলাদেশে ফের অঘটন, প্রতিমা ভাঙচুরের অভিযোগ
জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পশ্চিমবঙ্গ অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে ছুটি ঘোষণা করা হয়। যদিওবা চলতি মাসের শুরুতেই বিশ্বকর্মা পুজো ও সবেবরাতের ছুটি ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার করম পুজো উপলক্ষ্যে আরও একটি ছুটি ঘোষণা করে নবান্নর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগামীকাল অর্থাৎ ২৫ সেপ্টেম্বর করম পুজোর দিন ছুটি ঘোষণা করেছে মমতা সরকার। নবান্নের তরফে থেকে ইতিমধ্যেই ছুটি ঘোষণা নিয়ে বিজ্ঞুপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকারে এই সিদ্ধান্তে স্বীকৃতি দিয়েছে রাজভবনও। নবান্নের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে রাজ্যপালের নামের উল্লেখ করা রয়েছে।
অর্থাৎ মমতা সরকারের এই সিদ্ধান্তেই সেপ্টেম্বর মাসের শেষে টানা তিনদিন ছুটি পেয়ে গেলেন সরকারি কর্মীরা। যেহেতু ২৩ ও ২৪ সেপ্টেম্বর অর্থাৎ শনি ও রবিবার হওয়ার কারণে পরপর ২ দিন বন্ধ থাকল স্কুল-কলেজ-অফিস। আর এবার করম পুজো উপলক্ষে টানা তিনদিন ছুটি উপভোগ করার সুযোগ পেলেন সরকারি কর্মচারীরা। আগামীকাল, ২৫ তারিখ রাজ্যর সব সরকারি অফিস, স্কুল, কলেজ, পুরসভা ও পঞ্চায়েত অফিস বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।