নতুন অর্ধবর্ষের শুরুতেই বদলে যাবে জিনিসপত্রের দাম, তালিকায় সিগারেট-স্মার্টফোন
Price change from 1st April

নজরবন্দি ব্যুরো: পয়লা এপ্রিল থেকেই শুরু হচ্ছে নতুন অর্ধবর্ষ! অন্যদিকে, শীঘ্রই লাগু হতে চলছে কেন্দ্রীয় বাজেট ২০২৩ এর নীতি। আর অর্ধবর্ষের শুরুতেই বদল যেতে পারে বেশ কয়েকটি জিনিসপত্রের দাম। এই তালিকায় নাম রয়েছে সিগারেট-স্মার্টফোনেরও। জানুন কোন কোন জিনিসের দাম বাড়বে আর কমবে…

আরও পড়ুন: Accident: মক্কা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে ছাই যাত্রীবাহী বাস, মৃত ২০

Price change: নতুন অর্ধবর্ষের শুরুতেই বদলে যাবে জিনিসপত্রের দাম, তালিকায় সিগারেট-স্মার্টফোন
নতুন অর্ধবর্ষের শুরুতেই বদলে যাবে জিনিসপত্রের দাম, তালিকায় সিগারেট-স্মার্টফোন

জানা গিয়েছে, দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারের বাজেটে বিশেষ পরিবর্তন এনেছেন। তিনি স্থানীয় উৎপাদন বাড়াতে ইতিমধ্যেই বাজেটে আমদানির পাশাপাশি রপ্তানির ওপর শুল্ক সংশোধন করেছেন। বেশ কিছু পণ্যের উত্পাদনের জন্য রাসায়নিকের ওপরে শুক্লের ছাড় দিলেও অন্যদিকে কিছু কিছু পণ্যের আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে।

Price change: নতুন অর্ধবর্ষের শুরুতেই বদলে যাবে জিনিসপত্রের দাম, তালিকায় সিগারেট-স্মার্টফোন

জেনে নিন কোন কোন জিনিসের দাম বাড়বে…
১, সোনা, রুপো ও প্ল্যাটিনাম পাত্রের দাম বৃদ্ধি পাবে।
২, সিগারেটের দাম বৃদ্ধি পাবে।
৩, বৈদ্যুতিক চিমনির দাম বৃদ্ধি পাবে।
৪, গহনার দাম বৃদ্ধি পাবে।
৫, LED টিভির দাম বৃদ্ধি পাবে।
৬, সাইকেলের দাম বৃদ্ধি পাবে।

নতুন অর্ধবর্ষের শুরুতেই বদলে যাবে জিনিসপত্রের দাম, দেখুন বিস্তারিত… 

Price change: নতুন অর্ধবর্ষের শুরুতেই বদলে যাবে জিনিসপত্রের দাম, তালিকায় সিগারেট-স্মার্টফোন
নতুন অর্ধবর্ষের শুরুতেই বদলে যাবে জিনিসপত্রের দাম, শীঘ্রই লাগু হতে চলছে কেন্দ্রীয় বাজেট ২০২৩ এর নীতি

জানুন কোন কোন জিনিসের দাম কমবে…
১, ইলেকট্রিক যানবাহনে আরও সাশ্রয়ী হবে।
২, কম দামের স্মার্টফোনের সংখ্যা বাড়তে পারে।