নজরবন্দি ব্যুরো: গরুপাচার মামলার তদন্তে আরও তৎপর সিবিআই। নিত্যনতুন তথ্য উঠে আসছে সামনে। এবার তদন্তের গতি বাড়াতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করতে তিহাড়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী আধিকারিকরা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগামী সপ্তাহেই দিল্লি যাচ্ছে সিবিআই অফিসাররা। সায়গলকে জিজ্ঞসাবাদ করার জন্য এর আগে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে আবেদন জানানো হয়েছিল।
আরও পড়ুন: কয়েকঘণ্টার মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা, একাধিক জেলায় কালবৈশাখীর দাপট!
সূত্রে খবর, গরু পাচার মামলার তদন্তে কাস্টম অফিসারদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তার ভিত্তিতেই অনুব্রতর দেহরক্ষী সায়গলকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। জানা গিয়েছে, আদালতের অনুমতি নিয়ে গরু পাচার মামলায় তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তকারী আধিকারিকরা। বীরভূমের দাপুটে নেতাও এই মুহূর্তে তিহাড় জেলে বন্দি। প্রসঙ্গত, গরুপাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠ একাধিকজন ইডি-সিবিআই জোড়া কেন্দ্রীয় সংস্থার স্ক্যানারে এসেছে।
গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে গত বছর আগস্ট মাসে গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। তাঁর বিপুল সম্পত্তির হদিশ পায় সিবিআই। এই মামলার তদন্তে নাম আরেক গোয়েন্দা সংস্থা ইডি। গ্রেফতার করা হয়েছে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকেও। তিনিও বর্তমানে তিহাড় জেলে বন্দি। গত বুধবার অনুব্রত মণ্ডলের জামিনের শুনানির আবেদন খারিজ হয়ে যায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। মামলার পরবর্তী শুনানি আগামী জুলাই মাসে।

অনুবত মণ্ডলের গ্রেফতারির পরই তাঁর দেহরক্ষী সায়গল হোসেন এবং হিসেবরক্ষক মণীশ কোঠারিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারপরই দুজনকে গ্রেফতার করা হয়। অনুব্রতর দেহরক্ষী হওয়ায় সায়গোল হোসেনের কাছে প্রচুর তথ্য আছে বলেই অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে তিহাড়ে যেতে পারে সিবিআই।
গরুপাচার মামলায় নিত্যনতুন তথ্য, এবার জেরা করা হবে সায়গলকে
