Weather Update: কয়েকঘণ্টার মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা, একাধিক জেলায় কালবৈশাখীর দাপট!

কয়েকঘণ্টার মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা, একাধিক জেলায় কালবৈশাখীর দাপট!

নজরবন্দি ব্যুরো: গত কয়েকদিন ধরেই ফের বেড়েছে গরম। সকাল হতেই রোদের প্রখর তেজে ঘাম ঝড়ছে বঙ্গবাসীর। তবে বৃহস্পতিবার বিকেলের বৃষ্টি যেন স্বস্তি ফিরিয়েছে। আবহাওয়া দফতর বলছে আজ অর্থাৎ শুক্রবার রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফের খেলা দেখাবে কালবৈশাখী! কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে।

আরও পড়ুন: Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে, ঝড়, শিলাবৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, আগামী শনিবার (২৭ মে) পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শনিবারের পর থেকে বৃষ্টির মাত্রা কমবে।

কয়েকঘণ্টার মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা! চলবে কালবৈশাখী
কয়েকঘণ্টার মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা! চলবে কালবৈশাখী

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি সহ পার্বত্য এলাকায় হতে পারে হালকা বৃষ্টিপাত। আজ দুপুরের পর থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কয়েকঘণ্টার মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা! চলবে কালবৈশাখী
কয়েকঘণ্টার মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা! চলবে কালবৈশাখী

জানা গিয়েছে, ঝড়-বৃষ্টির কারণে আজ ও কাল তাপমাত্রার ওঠানামা চলবে। আগামী রবিবার থেকে ফের তাপমাত্রা চড়বে। সকাল হতেই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।

কয়েকঘণ্টার মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা! চলবে কালবৈশাখী

কয়েকঘণ্টার মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা! চলবে কালবৈশাখী
কয়েকঘণ্টার মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা! চলবে কালবৈশাখী