নজরবন্দি ব্যুরোঃ গতকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা সামান্য কমছে। তবে আদ্রর্তাজনিত কারনে অস্বস্তি বজায় থাকবে রাজ্যজুড়ে। সঙ্গে কালবৈশাখীর ঝড়ো হাওয়াও চলবে সন্ধ্যের আগে। কলকাতা-সহ উত্তর এবং দক্ষিণবঙ্গে ব্যাপক বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বইবে ঝোড়ো হাওয়া। সঙ্গে থাকছে বজ্রপাতের আশঙ্কাও। কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি শিলাবৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আরও পড়ুনঃ Mamata-kejriwal দুইজনেই দুর্নীতিবাজ! বিরোধী বৈঠক নিয়ে খোঁচা শুভেন্দুর
আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া সহ প্রায় সমস্ত জেলাতেই। বুধবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ঝড়বৃষ্টির পরিমাণ খানিকটা কমতে পারে। শুক্র ও শনিবার ফের ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি। অপরদিকে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে, ঝড়, শিলাবৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গেও বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন আবহবিদরা। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং-সহ পার্বত্য এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হওয়াও বইতে পারে।