নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যের ভোট গণনা। এর মধ্যে ত্রিপুরায় হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে বাম, কংগ্রেস, বিজেপি এবং তিপ্রা মোথা। এই মুহুর্তের পাওয়া খবর অনুযায়ী, ২৮ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং আইপিএফটি। ১১ টি আসনে এগিয়ে রয়েছে বামেরা। ৬ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ১১ টি আসনে এগিয়ে রয়েছে তিপ্রা মোথা। ত্রিপুরায় ম্যাজিক ফিগারে ওঠানামা করছে বিজেপি।
আরও পড়ুনঃ Sagardighi By-Election: ফল ঘোষণার আগেই সাগরদিঘিতে কংগ্রেসের জয়ের উচ্ছ্বাস! এগিয়ে বাইরন
খোয়াই, বামুটিয়া আসনে এগিয়ে রয়েছে বামেরা। বিজেপির একাধিক মন্ত্রী এখনও পিছিয়ে রয়েছে এর মধ্যে রয়েছেন মন্ত্রী রামপ্রসাদ পাল, ভগবান দাস, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য পিছিয়ে রয়েছেন। তবে এগিয়ে রয়েছেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন।
তবে প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করে যে চমক তিপ্রা মোথা দেখিয়েছে, তা অভাবনীয় বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যেভাবে আসন সংখ্যা ক্রমাগত ওঠানামা করছে, তাতে আগামী মুহুর্তে ফলাফল কোন দিকে যাবে? সেদিকে তাকিয়ে রয়েছে রয়েছে রাজনৈতিক মহল।
ত্রিপুরায় ম্যাজিক ফিগারে ওঠানামা করছে বিজেপি, কী হবে ফলাফল?

একাধিক জায়গায় বিরোধী দল সিপিআইএমের সাথে বিজেপির কড়া টক্কর চলছে। বিশ্লেষণে উঠে আসছে,ফলাফলের গতি অনুযায়ী এ রাজ্যে বিরোধী জোটের তুলনায় পিছিয়ে বিজেপি। একইসঙ্গে তিপ্রা মোথার সঙ্গে জোট করে কী ক্ষমতায় আসার চেষ্টা করবে বাম কংগ্রেস? ত্রিপুরার রাজনীতিতে নতুন অধ্যায়ের সুচনা হবে? সেই প্রশ্নও মাথাচাড়া দিতে শুরু করেছে।