Bikashranjan Bhattacharya: মুখ্যমন্ত্রীকে কড়া চ্যালেঞ্জ, সাত দিনের সময় দিলেন বিকাশ

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি একাধিক দুর্নীতিতে প্রতিনিয়ত নাম জড়াচ্ছে শাসক দলের একাধিক নেতাদের। যা প্রতিহত করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে শাসক দলের নেতাদের। পাল্টা বাম আমলের কথা তুলে ধরে বারবার কটাক্ষ করে চলেছেন তৃণমূলের নেতারা। এমনকি বারবার বিস্ফোরক ফাইল বিতর্কের কথা শোনা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। এবার পাল্টা সুর চড়ালেন সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। খোলা চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে কড়া চ্যালেঞ্জ বিকাশরঞ্জন ভট্টাচার্যের।

আরও পড়ুনঃ TET: ভুল করেছে পর্ষদ, আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

প্রিয় তৃণমূল নেত্রী বলে বর্ষীয়ান বাম নেতা লেখেন, “২১শে জুলাইয়ের উৎসব মঞ্চ থেকে আপনি বামআমলের মেয়র বিকাশরঞ্জন কে জন্মশংসাপত্র সম্পর্কিত ফাইল খোলার হুমকি দিয়েছিলেন| উনি চেয়েছিলেন আপনি ঐ বিষয়ে তদন্ত করে রিপোর্ট প্রকাশ করুন| আপনার রিপোর্ট পেলে উনি রসগোল্লা খাওয়াবার প্রতিশ্রুতি দিয়েছিলেন| আপনি রিপোর্ট প্রকাশ করতে পারলেন না| যদিও আবার ঐ অভিযোগ করলেন”|

মুখ্যমন্ত্রীকে কড়া চ্যালেঞ্জ, সাত দিনের সময় দিলেন বিকাশ 
মুখ্যমন্ত্রীকে কড়া চ্যালেঞ্জ, সাত দিনের সময় দিলেন বিকাশ

এরপর তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “আপনার স্বভাবজাত কাজ| একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিচ্ছি |ঐ জন্মপত্রের ফাইল ও আপনার স্বাস্হ্য দপ্তরের নিয়োগ সংক্রান্ত সমস্ত ফাইল সিবিআই দপ্তরে পাঠিয়ে দিয়ে সততার প্রমাণ দিন| আগামী সাত দিনের মধ্যে যদি ঐ সব ফাইল তদন্তের স্বার্থে সিবিআই দপ্তরে না পাঠান তবে ধরে নেব স্বাস্হ্য দপ্তরের নিয়োগ দুর্নীতির গভীরতা স্কুল নিয়োগের থেকেও অনেক বেশী এবং,বিকাশরঞ্জনের বিরুদ্ধে কুৎসা করছেন| মনে রাখবেন হাতে সময় সাত দিন”|

গতকাল শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাম তারপরেও আপনারা জানেন অনেক ডিপার্টমেন্ট আছে সিপিএম চলে গেলেও যে অত্যাচার আমাদের সঙ্গে করেছে, আমরা তো কারোর চাকরি খাইনি। তাঁরা নীচে বসে আছে গেটে এখনও। সিপিএম আমলের একটা খুঁজে পান তো আলমারি। একটা কাগজ, একটা কাগজ পাবেন না। কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পারছেন। আমাদের আমলে কাগজটা আছে। ওদের আমলে কাগজ একটাও নেই। আমরা পাইনি। আমরা ফাইল পাইনি। আমরা আলমারি পাইনি। আমরা কিছু দেখতে পাইনি।

মুখ্যমন্ত্রীকে কড়া চ্যালেঞ্জ, সাত দিনের সময় দিলেন বিকাশ 

মুখ্যমন্ত্রীকে কড়া চ্যালেঞ্জ, সাত দিনের সময় দিলেন বিকাশ 
মুখ্যমন্ত্রীকে কড়া চ্যালেঞ্জ, সাত দিনের সময় দিলেন বিকাশ

তিনি আরও বলেন, একইসঙ্গে তিনি বলেন, বুদ্ধদেব বাবুর কথা মনে আছে চোরেদের মন্ত্রীসভায় থাকব না। বিনয় চৌধুরীর কথা মনে পড়ে? গভর্মেন্ট অফ দ্য কন্ট্রাক্টরস, গভর্মেন্ট ফর দ্য কন্ট্রাক্টরস, গভর্মেন্ট বাই দ্য কন্ট্রাক্টরস। আমার একটু একটু মনে পড়ে। কারণ, আমি মার খেতে খেতে এই জায়গায় উঠে এসেছি।মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে গতকাল থেকেই চড়ছে রাজনৈতিক পারদ। এখন আবার বর্ষীয়ান আইনজীবীর মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ফাফ ডুপ্লেসি ও দীনেশ কার্তিককে। পোস্টে লেখা, “আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে।” চলতি মরসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠে আর তিনটি খেলা বাকি রয়েছে। তিনটিই রাতের ম্যাচ। ঘরের মাঠে দুপুরের ম্যাচ না থাকায় কেকেআরের বিরুদ্ধে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা।

ভোটপর্বের মাঝেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, মে মাসেই বেরোবে রেজাল্ট!

গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে খবর।

অপরিকল্পিতভাবে লাইনের কাজ, দমদমে তীব্র ভোগান্তি, আর কত দিন উদাসীন রেল?

এর আগে ইন্টারলকিং-এর কাজ চলার দরুন প্রায় এক সপ্তাহ ট্রেন বাতিল করা হয়। এবার দমদমের ৫ নং প্ল্যাটফর্মের লাইনে কাজ শুরু হয়েছে। রেলের তরফে যাত্রীদের কাছে সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। কিন্তু, আর কত দিন এইভাবে উদাসীন কায়দায় চলবে ট্রেন?
আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা সুযোগ পাবেন

আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা...

এঁদের মধ্যে অক্ষরের ব্যাটিংয়ের হাত চমৎকার। ফিল্ডিংয়েও ভাল। তাই তিনি হয়তো এগিয়ে।কিন্তু বোলিঙের দিক থেকে এগিয়ে চাহাল। তবে এখন নির্বাচক কমিটি কার দিকে ঝুঁকবেন, সেটা বোঝা যাবে, এপ্রিলের শেষে।
তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সকাল ৯ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ছিল ১৫%। পরের দু'ঘন্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার বেড়ে হল ৩৩.৫৬%।

Lifestyle and More...