নজরবন্দি ব্যুরো: বাংলার বাজারে মিলতে শুরু করেছে ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশের ইলিশ। অর্থাৎ দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গে ৩,৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ সরকার। আর সেই ছারপত্রের জেরেই এই মরশুমের প্রথম পদ্মা, মেঘনার ইলিশ ঢুকে পরেছে পশ্চিমবঙ্গের বাজারে। কিন্তু বাংলাদেশের ইলিশ দেখেই পুজোয় মাছ খাওয়ার বাঙালির যে আশা দেখা দিয়েছে, সেই আশার প্রদীপ নিভে যেতে পারে। এমনটাই আশঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন: Visva Bharati-র বিদেশী পড়ুয়াকে অপহরণ! তদন্তে পুলিশ
জানা গিয়েছে, বৃহস্পতিবারই পেট্রাপোল পেরিয়ে ভারতে ঢুকেছে ৪০ টন ইলিশ। বাংলাদেশ সরকার ভারতে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ৩৯৫০টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল। কিন্তু এরপরেই আমদানিকারীরা জানতে পেরেছেন যে ইতিমধ্যেই ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। যেহেতু বছরের কিছু সময় ইলিশের ডিম পাড়ার মরশুম হিসাবে বাংলাদেশে মাছ ধরা বন্ধ রাখা হয়। সেই কারণে এই বছরও ১২ অক্টোবর থেকে ২২ দিনের জন্য বাংলাদেশ সরকার ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে।
যার ফলে ১১ অক্টোবরই শেষ হয়ে যাবে ইলিশ রপ্তানির মেয়াদ। অর্থাৎ বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী ১৪ অক্টোবর, মহালয়ার আগেই ভারতে পদ্মার ইলিশ ঢোকা বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর দিনগুলিতে বাঙালির পাতে আদৌ ইলিশ জুটবে কিনা? তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে হতাশ ইলিশ আমাদানীকারী সংস্থাগুলি। প্রসঙ্গত, বাংলাদেশের তরফে এপার বাংলায় ৭৯ প্রতিষ্ঠানকে ইলিশ রফতানির জন্য অনুমতি দেওয়া হয়েছিল। যদিওবা মাত্র ৭৯ টা প্রতিষ্ঠানকেই বাংলাদেশ সরকার ৫০ টন করে ইলিশ রফতানির অনুমোদন দেওয়ার অনুমতি দিয়েছিল। যার ফলে জানা যাচ্ছিল যে আগামী ৩০ অক্টোবরের মধ্যে রফতানিকৃত সমস্ত ইলিশই চলে আসবে এই বাংলায়।