Visva Bharati-র বিদেশী পড়ুয়াকে অপহরণ! তদন্তে পুলিশ
accused of abducting a foreign student of viswa bharati

নজরবন্দি ব্যুরো: প্রায়শই সংবাদের শিরোনামে থাকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University)! কখনও বিতর্কিত মন্তব্য হোক বা পড়ুয়াদের আন্দোলন, বিশ্বভারতী নিয়ে চর্চা সারাবছরই। এরমাঝেই চাঞ্চল্যকর খবর সামনে এল! বিশ্বভারতীর এক বিদেশী পড়ুয়াকে অপহরণের অভিযোগ উঠল। আর এই ঘটনাকেই কেন্দ্র করে শোরগোল ছরিয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুন: Aadhar Card ছাড়াই এবার থেকে ভোটার তালিকায় নাম তোলা যাবে, জানাল কমিশন

জানা গিয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক বিদেশী পড়ুয়াকে অপহরণের অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়িয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University) চত্ত্বরে।

Visva Bharati-র বিদেশী পড়ুয়াকে অপহরণ, শোরগোল ছরিয়েছে গোটা এলাকায়
Visva Bharati-র বিদেশী পড়ুয়াকে অপহরণ, শোরগোল ছরিয়েছে গোটা এলাকায়

পুলিশ সূত্রে খবর, অপহৃত ছাত্রের নাম পান্না চা। তিনি আদতে মায়ানমারের বাসিন্দা। শান্তিনিকেতনের ইন্দিরাপল্লি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই ছাত্র। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতে পিএইচডি করছেন। এই ঘটনায় ওই ছাত্রের এক বন্ধুর জানায়, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ সাত থেকে আটজন দুষ্কৃতী গাড়ি নিয়ে ওই ভাড়া বাড়িতে চড়াও হন। জোরপূর্বক ওই ছাত্রটিকে গাড়িতে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা।

Visva Bharati-র বিদেশী পড়ুয়াকে অপহরণ, শোরগোল ছরিয়েছে গোটা এলাকায়

এরপরেই এই ঘটনার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায় অপহৃত ছাত্রের বন্ধু। তার পরই নড়েচড়ে বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ। থানায় মেল করে অভিযোগ দায়ের করে বিশ্বভারতী কর্তৃপক্ষ তড়িঘড়ি তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এভাবে ওই ছাত্রকে তুলে নিয়ে গেল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা

Visva Bharati-র বিদেশী পড়ুয়াকে অপহরণ, শোরগোল ছরিয়েছে গোটা এলাকায়

Visva Bharati-র বিদেশী পড়ুয়াকে অপহরণ, শোরগোল ছরিয়েছে গোটা এলাকায়