Anuradha Parwal: অরিজিতের গানের সমালোচনা! বিতর্কে পরে অবশেষে মুখ খুললেন অনুরাধা

অরিজিতের গানের সমালোচনা, বিতর্কে পরে অবশেষে মুখ খুললেন অনুরাধা
Anuradha Parwal finally opened her mouth

নজরবন্দি ব্যুরো: বর্তমানে বিনোদন জগতের অন্যতম জনকপ্রিয় সঙ্গীতশিল্পী হলেন অরিজিৎ সিং। ভক্তমহলের একাংশের দাবি, তাঁর গানের কোনও তুলনায় হয় না। কিন্তু সম্প্রতি জনকপ্রিয় গায়কের গান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন একজন খ্যাতনামা গায়িকা অনুরাধা পাড়োয়াল। আর তার পরেই নেটদুনিয়ায় বিতর্কের মুখে পরেন গায়িকা।

আরও পড়ুন: Gold Price: আবারও কমল হলুদ ধাতুর দাম, সোনার পারা পতনে স্বস্তি ক্রেতাদের

প্রসঙ্গত, অরিজিৎ সিং এর গাওয়া হেট স্টোরি টু এর আজ ফির তুমপে পেয়ার আয়া হ্যায় গানের হিন্দি করেছিলেন অনুরাধা পাড়োয়াল। আসলে এই গানটির আসল গায়িকা ছিলেন তিনি। এরপর থেকেই এই গানের রিমিক্স ভার্সনের সমালোচনা করেছিলেন গায়িকা। রীতিমতো অরিজিৎ সিংকে তুলোধনা করেন গায়িকা অনুরাধা পাড়োয়াল। অরিজিতের গান নাকি ভয়ঙ্কর! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন গায়িকা। অরিজিতের গলায় গান শুনে তিনি নাকি কেঁদে ফেলেন, আতঙ্কে হয় তাঁর। তারপর থেকেই শুরু হয় বিতর্ক।

অরিজিতের গানের সমালোচনা, তুলোধনা করেন গায়িকা অনুরাধা পাড়োয়াল
অরিজিতের গানের সমালোচনা, তুলোধনা করেন গায়িকা অনুরাধা পাড়োয়াল

এবার সেই সব বিতর্কের সম্মুখীন হয়ে এবার মুখ খুললেন গায়িকা অনুরাধা পাড়োয়াল। এপ্রসঙ্গে অনুরাধা বলেছেন, “আমি সব সময় রিমিক্স গানের বিরোধী। আমি চিরদিন রিমিক্স গানের চেয়ে মৌলিক গানকেই এগিয়ে রেখেছি। যিনি গানটি গেয়েছেন বা অরিজিৎ – এর বিরোধী নই। আমার বক্তব্য ছিল ‘আজ ফির তুম পে গান’ – এর রিমিক্স ভার্সন নিয়ে, গায়ককে নিয়ে নয়। অযথাই মিডিয়া এই খবর নিয়ে সেনসেশন তৈরি করার চেষ্টা করছে।”

অরিজিতের গানের সমালোচনা, তুলোধনা করেন গায়িকা অনুরাধা পাড়োয়াল

তিনি আরও জানিয়েছেন, “কোনও গানের রিমিক্স করার আগে অরিজিনাল সৃষ্টিকে মাথায় রেখেই করা উচিৎ। ৯০ এর দশকের অনেক গানের রিমিক্স হয়েছে , তবে তাতে মৌলিক গানের প্রতি কোনও সুবিচার করা হয়নি। আমরাও অনেক সঙ্গীতপরিচালককে গানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছি এবং তা যথেষ্ট সম্মানের সঙ্গেই জানিয়েছি।”

অরিজিতের গানের সমালোচনা, তুলোধনা করেন গায়িকা অনুরাধা পাড়োয়াল

অরিজিতের গানের সমালোচনা, তুলোধনা করেন গায়িকা অনুরাধা পাড়োয়াল