Assam: রাজ্যের সব মাদ্রাসা ভেঙে ফেলব, সদর্পে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

রাজ্যের সব মাদ্রাসা ভেঙে ফেলব, সদর্পে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
All madrasas demolished said Himanta Vishwasharma

নজরবন্দি ব্যুরোঃ অসমে ৬০০টি মাদ্রাসা বন্ধ করার কথা সদর্পে ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। পাশাপাশি, কর্নাটকে বিজেপির সভায় তাঁর ঘোষণা, ধাপে ধাপে রাজ্যের সব মাদ্রাসাকে বন্ধ করা হবে। শুক্রবার তিনি বলেন, ‘‘৬০০ মাদ্রাসা বন্ধ করেছি, বাকিগুলোও করব।’’

আরও পড়ুনঃ শাহি সাক্ষাৎ সারতে পারেন রাজ্যপাল, একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা

15 10
রাজ্যের সব মাদ্রাসা ভেঙে ফেলব, সদর্পে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

‘বাংলাদেশি অনুপ্রবেশকারীরা’ অসমের সাংস্কৃতিক ঐতিহ্য নষ্ট করছে বলেও অভিযোগ করেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী সাফ বলে দিচ্ছেন, তিনি চান সব মাদ্রাসা বন্ধ করে সেখানে স্কুল-কলেজের মতো ভাল শিক্ষা প্রতিষ্ঠান হোক। কারণ, মাদ্রাসায় তৈরি হয় মোল্লা। আর ভাল শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয় ডাক্তার, দার্শনিক।

19 11

তিনি মনে করেন, আগামী দিনে কর্ণাটকেও বিজেপি একই পথে হাঁটবে। হিমন্তের কথায়,”এই দেশে অনেকেই আছেন যারা নিজেদের গর্বিত মুসলিম বা গর্বিত খ্রিস্টান বলে দাবি করেন। তাতে আমার আপত্তি নেই। কিন্তু আমি চাই এই দেশে এমন মানুষ হোক যারা নিজেদের গর্বিত হিন্দু বলে পরিচয় দেবে।”

রাজ্যের সব মাদ্রাসা ভেঙে ফেলব, সদর্পে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

16 10

উল্লেখ্য ২০২০ সালে অসম সরকার সিদ্ধান্ত নেয় রাজ্যের সমস্ত মাদ্রাসাকে সাধারণ স্কুলে পরিণত করার। যে স্কুলগুলিকে মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় সেগুলির বহু খরচ সরকার বহন করে। আর সরকার কোনও বিশেষ সম্প্রদায়ের জন্য আলাদা করে সুবিধা করে দিতে এই খরচ বহন করে না। রাজ্যের এই বক্তব্য এবং সিদ্ধান্ত বহাল রেখেছিল গুয়াহাটি হাই কোর্ট।