মানুষের সাহায্যের জন্য বুক চিতিয়ে কাজ করছেন ‘সবুজ সাথীর’ অজিতরা

মানুষের সাহায্যের জন্য বুক চিতিয়ে কাজ করছেন ‘সবুজ সাথীর’ অজিতরা

নজরবন্দি, শিলিগুড়িঃ অজিত ব্যানার্জীর পরিকল্পনায় বেড়ে উঠেছে সবুজ সাথী। ধীরে ধীরে হলেও সবুজ সাথীর পাতাগুলো আসতে আসতে ছড়িয়ে পড়ছে চারিদিকে,যার মুখ্য ভূমিকাতে আছেন ডাক্তার শীর্ষেন্দু পাল,ডাক্তার সন্দীপ সেনগুপ্ত,জয়িতা বসাক, হাবু রায়, প্রশান্ত রায়, ব্রাত্য পালের মত মানুষেরা।

আরও পড়ুনঃ কাশফুল ও হাঁসের পালক নিয়ে শিল্পের নয়া ভাবনা মুখ্যমন্ত্রীর 

মাত্র ছয়মাস বয়োসেই পরিচিত ভালই লাভ করেছে অভিজিত ব্যানার্জী এবং তার সদস্যরা। শিলিগুড়ি এবং তার আশেপাশের প্রচুর জায়গাতে ক্যাম্প করে মানুষকে সাহায্য করা হয়েছে বলে জানালেন অজিত ব্যানার্জী। আমরা মানুষের পাশে থাকতে চাই জানালেন তিনি। তিনি এও জানালেন আগামীতে গোটা পশ্চিমবঙ্গের নানান জায়গা জুড়ে কাজ করবার ইচ্ছা আছে তাদের।

কিন্তু এর জন্য দরকার প্রচুর টাকা, কোথা থেকে আসবে এই টাকা? অজিত ব্যানার্জী জানালেন আপাতত নিজেদের পকেট থেকেই চালানো হচ্ছে এই সংগঠনের খরচ, চেষ্টা করা হচ্ছে একটি স্থায়ী অফিসের জন্য। কারন স্থায়ী ঠিকানা না হলে খরচ বেড়েই চলেছে, একজায়গাতে অফিস থাকলে কাজ করতে অনেক সুবিধা হবে এবং কাজ করবার জন্য প্রচুর মানুষ উৎসাহী থাকবেন।

মানুষের সাহায্যের জন্য বুক চিতিয়ে কাজ করছেন ‘সবুজ সাথীর’ অজিতরা

যেটা এভাবে ঘুরে ঘুরে করা যাবে না। অজিত ব্যানার্জী জানালেন বহু লেখক সাহিত্যিক এবং অনেক অনেক বড় মাপের মানুষ উৎসাহ দেখাচ্ছেন এই সংগঠনের সাথে যুক্ত হবার জন্য। তাই আমরা এখন এগিয়ে যেতে চাই আগামীর লক্ষ্যে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাবারও পরিকল্পনা করেছি, তিনি যদি একটু আমাদের আর্শীবাদ করেন তবে আমাদের আর ঘুরে তাকাতে হবে না জানালেন “সবুজ সাথীর ” অজিত ব্যানার্জী।