বিজেপি ঠেকাতে ডেরেক, ওমপ্রকাশ, কুণাল-দের হাতে দলের ব্যাটন তুলে দিলেন মমতা।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি ঠেকাতে ডেরেক, ওমপ্রকাশ, কুণাল-দের হাতে দলের ব্যাটন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসছে বছর রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। সেই বিধানসভার লক্ষ্যে ঘুঁটি সাজান শুরু করেছে রাজ্যের সবকটি রাজনৈতিক দল। সর্বাগ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। কদিন আগেই দলীয় স্তরে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাজ্য কমিটি সাজিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। আর এবার সাজালেন দলীয় মুখপত্র দের তালিকা। আর এই তালিকাতেই রয়েছে চমক।

আরও পড়ুনঃ কর্তব্যরত নার্সের মৃত্যু করোনায়, প্রয়াত পিজি হাসপাতালের সেবিকা প্রিয়াঙ্কা।

বিজেপি ঠেকাতে ডেরেক, ওমপ্রকাশ, কুণাল-দের হাতে দলের ব্যাটন …..তৃনমূলের মুখপত্রদের তালিকা দুভাবে প্রস্তুত করা হয়েছে। একটি তালিকা তৈরি করা হয়েছে কেন্দ্রীয় স্তরে এবং অন্যটি রাজ্য স্তরে। কেন্দ্রীয় মুখপত্রদের তালিকায় রয়েছেন। অমিত মিত্র, ডেরেক ও ব্রায়েন, দীনেশ ত্রিবেদি, কাকলি ঘোষ দস্তিদার, পার্থ চ্যাটার্জী, বিবেক গুপ্ত, শশী পাঁজা, সৌগত রায়, মনিষ গুপ্ত, নাদিম উল হক, সুগত বসু এবং সুখেন্দু শেখর রায়।

অন্যদিকে রাজ্যের মুখপত্রদের তালিকায় স্থান পেয়েছেন ওম প্রকাশ মিশ্র, কুনাল ঘোষ, নুসরত জাহান, অরুপ চক্রবর্তী, ব্রাত্য বসু, দেবাংশু ভট্টাচার্য, চন্দ্রিমা ভট্টাচার্য, বিজয় উপাধ্যায়, বিশ্বজিৎ দেব, সমীর চক্রবর্তী, দেবু টূডু, দিনেস বাজাজ, নয়না বন্দ্যোপাধ্যায়, নির্বেদ রায়, পার্থ ভৌমিক, রাজীব ব্যানার্জী, শান্তনু সেন, শিবব্রত দত্ত, সুব্রত মুখার্জী, সুদীপ রাহা, সুপ্রিয় চন্দ্র এবং তাপস রায়।

এই তালিকায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ওমপ্রকাশ মিশ্র এবং কুনাল ঘোষের অন্তর্ভূক্তি। উল্লেখ্য প্রফেসর ওমপ্রকাশ মিশ্র কিছুদিন আগে কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃনমুলে। মমতা বন্দ্যোপাধ্যায় সাদরে গ্রহন করেন ওমপ্রকাশ কে। তাঁকে স্থান দেন রাজ্য কমিটি এবং তৃণমূলের কোর টিমে। পাশাপাশি কুনাল ঘোষ মাঝে একাধিকবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় কে সারদা ইস্যুতে আক্রমণ শানালেও ২০১১ সালে পরিবর্তনের সরকার আসার পক্ষে কুনালের যোগদান সম্পর্কে বিস্মৃত হননি মমতা। তাই আবার কুনাল ঘোষের ওপর ভরসা করলেন তিনি।

উল্লেখ্য, ২০১৩ সালের জুলাই মাসে তৃণমূল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল কুণাল ঘোষ কে। এবার দলে ফিরে আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন তিনি। ৭ বছর পর দলের আনুষ্ঠানিক দায়িত্ব পেয়ে আপ্লুত কুনাল ঘোষ। প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে ২০১১ সাল। বুদ্ধদেব ভট্টাচার্য্যের সরকারের পতনের অন্যতম কাণ্ডারী হয়ে উঠেছিলেন কুনাল। সারদা গ্রুপ মিডিয়ার সিইও পজিশনে থেকে চ্যানেল ১০ নামক বৈদ্যুতিক সংবাদ মাধ্যম কে সরাসরি নিজে পরিচালনা করতেন। মূলত কুনালের নেতৃত্বে বিতর্কিত বৈদ্যুতিক সংবাদ মাধ্যম চ্যানেল টেন জনপ্রিয় হয়ে উঠেছিল রাজ্যের বাম বিরোধী মানুষ জনের কাছে।

বিজেপি ঠেকাতে ডেরেক, ওমপ্রকাশ, কুণাল-দের হাতে দলের ব্যাটন তুলে দিলেন মমতা।
https://najarbandi.in/aitc-is-pleased-to-release-the-official-list-of-designated-national-and-state-spokespersons-of-the-party/

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নজর কাড়লেন 'কমরেড' অধীর! সেলিমের সমর্থনে বামপন্থী বেশে প্রদেশ কংগ্রেস সভাপতি

নজর কাড়লেন ‘কমরেড’ অধীর! সেলিমের সমর্থনে বামপন্থী বেশে প্রদেশ কংগ্রেস সভাপতি

আর এদিন অধীরকে কেউ আগে থেকে না চিনলেই ধরতেই পারতেন না যে তিনি কংগ্রেস নেতা। কাস্তে-হাতুড়ি-তারার সাদা উত্তরীয় গলায় দিয়ে অধীরকে কোনও অংশেই 'কমরেড'-এর চেয়ে কম মনে হয়নি। বরং মনে হচ্ছিল তিনি যেন দীর্ঘদিন বাম আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতা!
এই গরমে টক ডালেই মিলবে রেহাই, সারাদিন ফুরফুরে থাকবে শরীর, রইল রেসিপি

এই গরমে টক ডালেই মিলবে রেহাই, সারাদিন ফুরফুরে থাকবে শরীর, রইল রেসিপি

আমাদের দিদা ঠাকুমারা বলতেন, টক খেলে গায়ে রোদ লাগে না। কথাটা একদমই ভুল নয়। শরীর ঠাণ্ডা করতে সাহায্য করে কাঁচা আম। এতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও কম। জেনে নিন কীভাবে বানাবেন?
জুতো পালিশের পর এবার স্নান করালেন, ভোট প্রচারে সুভাষের জুড়ি মেলা ভার!

জুতো পালিশের পর এবার স্নান করালেন, ভোট প্রচারে সুভাষের জুড়ি মেলা ভার!

ভোট বড় বালাই! জনগণের আস্থা অর্জন করতে যে কখন কি করতে হয় জনপ্রতিনিধিদের তা তাঁরা নিজেও জানেন না। ঠিক সেরকমই বিরল দৃশ্য ধরা পড়ল বাঁকুড়ায়। সেখানের বিদায়ী সাংসদ সুভাষ সরকার একেবারে মগে করে জল নিয়ে রীতিমতো যত্নের সঙ্গে স্নান করিয়ে দিলেন এক ভদ্রলোককে!
রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?

রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?

আগামীকাল, শুক্রবার থেকে শুরু লোকসভা নির্বাচন। প্রথম দফায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিন কেন্দ্রে ভোটগ্রহণ। এবার শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। 
'ঘরছাড়া' শিল্পা-রাজ, ৬ হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

‘ঘরছাড়া’ শিল্পা-রাজ, ৬ হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

এবার নাম জড়াল বিটকয়েন জালিয়াতি মামলায়। এর জেরে তারকা দম্পতির একশো কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। যার মধ্যে শিল্পা ও রাজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে।

Lifestyle and More...