সালমানের পর এবার ভিকি-ক্যাটকে সরাসরি খুনের হুমকি, তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ
সালমানের পর এবার ভিকি-ক্যাটকে সরাসরি খুনের হুমকি, তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ

নজরবন্দি ব্যুরোঃ সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি তারকা দম্পতি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)। কয়েকমাস ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিল সলমন খানকে খুনের হুমকি। প্রকাশ্যে একাধিকবার যা নিয়ে কথা বলতে শোনা যায় মুম্বই পুলিশকে। সোশ্যাল মিডিয়া থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পরই মুম্বই পুলিশের দারস্থ হল বলিউড অভিনেতা ভিকি কৌশল। মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় অভিযোগ দায়ের করেন অভিনেতা।

আরও পড়ুনঃ এর আগেও ED তলব করেছিল অর্পিতাকে, ভিন রাজ্যের সিনেমাতে টাকা লাগাত পার্থ সঙ্গিনী? সন্দেহ তদন্তকারীদের

সালমান খানের হুমকির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে সলমন খানের বাড়ি গ্যালাক্সি। এখানেই শেষ নয়, পাশাপাশি নিজের সুরক্ষার জন্য ব্যক্তিগত বন্দুক লাইসেন্সের জন্যও আবেদন করতে দেখা যায় তাঁকে। এবার পালা ক্যাটরিনা ও ভিকি কৌশল। ক্যাটের জন্মদিন পালন করে মুম্বই ফেরার পরই সোশ্যাল মিডিয়া থেকে এই জুটি পেলেন প্রাণের হুমকি। সোশ্যাল মিডিয়া থেকে এই হুমকি পাওয়া মাত্রই ভিকি কৌশল পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান।

সালমানের পর এবার ভিকি-ক্যাটকে সরাসরি খুনের হুমকি, তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ
সালমানের পর এবার ভিকি-ক্যাটকে সরাসরি খুনের হুমকি, তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ

সম্প্রতি মলদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেছেন ভিকি আর ক্যাটরিনা। সেখান থেকে একগুচ্ছ ছবি আর ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন তাঁরা। হুমকিতে কী বলা হয়েছে তা জানা না গেলেও, জানা যাচ্ছে মুম্বইয়ের সান্টাক্রুজ় পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের করা হয়েছে।

সালমানের পর এবার ভিকি-ক্যাটকে সরাসরি খুনের হুমকি, তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ
সালমানের পর এবার ভিকি-ক্যাটকে সরাসরি খুনের হুমকি, তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ

হুমকিতে কী কী বলা হয়েছে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য মেলেনি। সূত্র মারফত কেবল জানা গিয়েছে, সান্তা ক্রুজ থানায় মামলা দায়ের হয়েছে। ভিকি মামলা দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, ইনস্টাগ্রামে এক ব্যক্তি ক্রমাগত খুনের হুমকি দিচ্ছে তাঁদের। ব্যক্তিগত মেসেজ পাঠাচ্ছে সে। ভিকি জানিয়েছেন, তাঁর স্ত্রী অর্থাৎ ক্যাটরিনাকেও এমনই মেসেজ পাঠাচ্ছেন এবং তাঁকে নানা জায়গায় অনুসরণ করছে।

সালমানের পর এবার ভিকি-ক্যাটকে সরাসরি খুনের হুমকি, তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ

সালমানের পর এবার ভিকি-ক্যাটকে সরাসরি খুনের হুমকি, তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ

হুমকি পেয়েছেন স্বরা ভাস্কর। মুম্বই পুলিশের তরফ থেকে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে এফআইআর দায়ের করে তদন্তও চালানো হচ্ছে। মুম্বই পুলিশ সেই সময় জানিয়েছিল কেউ বা কারা স্বরার ভার্সোভার বাড়িতে ফেলে দিয়ে যায় হুমকি চিঠিখানা। হিন্দিতে লেখা সেই চিঠির ভাষা যেমন কুরুচিকর, তেমনই তাতে রয়েছে একাধিক হুমকি। আর নাম হিসেবে লেখা ‘দেশ কা নওজাওয়ান’।