দেশ ভাগের পরেই ভারত হিন্দু রাষ্ট্র হয়ে গিয়েছে, কৈলাসের মন্তব্যে দেশ জুড়ে তুঙ্গে বিতর্ক
After partition, India became a Hindu state. Comments by Kailash

নজরবন্দি ব্যুরোঃ বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় মঙ্গলবার জানিয়ে দিলেন স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে ভারতে যা ছিল তাতে হিন্দু রাষ্ট্রই হয়ে গিয়েছিল। অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা। এদিকে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করার দাবি প্রসঙ্গে কৈলাশ বিজয় বর্গীয় জানিয়েছেন,

আরও পড়ুনঃ পুরীতে বঙ্গ ভবন বানানোর ঘোষণা মমতার, দেখলেন জমি

Kailash Vijayvargiya: দেশ ভাগের পরেই ভারত হিন্দু রাষ্ট্র হয়ে গিয়েছে, কৈলাসের মন্তব্যে দেশ জুড়ে তুঙ্গে বিতর্ক

যখন দেশভাগ হয়েছিল তখন ওই ইস্যুতেই হয়েছিল(ধর্মের দিকে)। দেশভাগের পরে পাকিস্তান তৈরি হল। আর বাকি দেশটা হিন্দু রাষ্ট্র হল। এর সঙ্গেই তিনি বলেন ভূপালে তাঁর এক মুসলিম বন্ধু রোজ হনুমান চালিশা পাঠ করেন। শিব মন্দিরেও তিনি যান। কৈলাস মনে করেন, দেশের তরুণ সমাজকে বিপথে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে হনুমান চালিসা।

Kailash Vijayvargiya: দেশ ভাগের পরেই ভারত হিন্দু রাষ্ট্র হয়ে গিয়েছে, কৈলাসের মন্তব্যে দেশ জুড়ে তুঙ্গে বিতর্ক
দেশ ভাগের পরেই ভারত হিন্দু রাষ্ট্র হয়ে গিয়েছে, কৈলাসের মন্তব্যে দেশ জুড়ে তুঙ্গে বিতর্ক

তাই তিনি একটি ‘হনুমান চালিসা ক্লাব’ গঠন করার কথা ভাবছেন বলেও জানিয়েছেন। যে যুবসমাজ মাদকাসক্ত, তাঁদের আসক্তি থেকে দূরে সুস্থ জীবনে ফেরানোর চেষ্টা করবে এই সংগঠন। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্যে তুঙ্গে বিতর্ক।

দেশ ভাগের পরেই ভারত হিন্দু রাষ্ট্র হয়ে গিয়েছে, কৈলাসের মন্তব্যে দেশ জুড়ে তুঙ্গে বিতর্ক

Kailash Vijayvargiya: দেশ ভাগের পরেই ভারত হিন্দু রাষ্ট্র হয়ে গিয়েছে, কৈলাসের মন্তব্যে দেশ জুড়ে তুঙ্গে বিতর্ক

বিরোধীরা বলছে, সংখ্যালঘুদের ধর্মীয় ভাবাভাগে আঘাত করেছেন কৈলাস। মঙ্গলবার মধ্যপ্রদেশে এক সাংবাদিক বৈঠকে কৈলাসকে হিন্দুরাষ্ট্র নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলে দেন, “স্বাধীনতার সময় দেশভাগই হয়েছিল ধর্মের ভিত্তিতে। দেশভাগের পর একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল। সেই নতুন রাষ্ট্রের নাম হয় পাকিস্তান। আর বাকি অংশ হয়ে গিয়েছে হিন্দুরাষ্ট্র।”