নজরবন্দি ব্যুরো: জমি নিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং বর্তমান উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের মা রাবরি দেবীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই তলব নিয়ে বিজেপিকে নিশানা করেছেন তেজস্বী যাদব। বিহার নিয়ে ভয় পাচ্ছেন বলেই দাবি আরজেডি নেতার।
আরও পড়ুন: Calcutta High Court: পুরনিয়োগ মামলা শুনলেন না বিচারপতি, কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের
বিজেপিকে আক্রমণ করে তেজস্বী যাদব বলেন, “আমরা জানতাম এরম কিছু হবে। তারা আমাদের টার্গেট করছে কারণ কর্ণাটকের পর এবার বিহার নিয়ে ভয় রয়েছে। তারা আমাকেও ভবিষ্যতে কোনও মামলায় ফাঁসাতে পারে। কিন্তু আমি জানি আমি নির্দোষ। কোনও পরোয়া করি না।” পিটিআই সূত্রে খবর, “রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু যাদবের স্ত্রী রাবরি দেবীর বয়ান আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের অধীনে রেকর্ড করা হয়েছে।” তেজস্বী যাদব, মিশা ভারতী, চন্দা যাদব, রাগিণী যাদবকেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। উল্লেখ্য, শুক্রবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবরি দেবীকে দিল্লিতে দীর্ঘ পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি।

কেন্দ্রীয় এজেন্সির দাবি করেছিল তারা ১ কোটির বেহিসাবী নগদ বাজেয়াপ্ত করেছে এবং এই বছরের মার্চ মাসে মামলার তদন্তের সময় ৬০০ কোটি টাকা বেআইনি নগদ শনাক্ত করেছে। লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন এই দুর্নীতি হয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। অভিযোগ, ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে ভারতীয় রেলওয়েতে অনেককেই জুনিয়র পদে নিয়োগ করা হয়েছিল এবং তাঁর বিনিময় সুবিধাপ্রাপ্ত চাকরিপ্রার্থীরা লালু যাদবের পরিবারের কাছে তাঁদের জমি হস্তান্তর করেছিলেন। মুম্বই, জবলপুর, কলকাতা, জয়পুর সহ বিভিন্ন জায়গা থেকে জোনাল রেলওয়েতে নিয়োগ হয়েছিল।

উল্লেখ্য, গত সপ্তাহে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। বিজেপিকে সরিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। দক্ষিণের এই রাজ্যে বিজেপির পরাজয় লোকসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে ধারনা রাজনৈতিক মহলের। অন্যদিকে, ২৪-এর নির্বাচনের আগে মোদীর বিরুদ্ধে বিরোধী জোট মজবুত করার তোরজোর দেখা গিয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব কলকাতার নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক করেন। এছাড়া কয়েক সপ্তাহ আগেই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং এনসিপি সভাপতি শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করেন দুজন। তাঁদের মূল লক্ষ্য লোকসভা নির্বাচনে কেন্দ্রে বিজেপির বিকল্প খুঁজতে একসঙ্গে কাজ করা।
কর্ণাটকের পর বিহার নিয়ে ভয়! রাবরি দেবীকে তলব নিয়ে কি বললেন তেজস্বী
