নজরবন্দি ব্যুরো: পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল রাজ্য। শুক্রবার এই মামলার শুনানি ছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে। এই মামলাটি বিচার্য বিষয়ের মধ্যে পড়ে না জানিয়ে মামলা শুনলেন না বিচারপতি। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা পাঠানো হল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে।
আরও পড়ুন: Recruitment Scam: ৩২ হাজার চাকরি বাতিলের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ! নির্দেশ ডিভিশন বেঞ্চের
পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে এই মামলা থেকে সরানো হলে বিচারপতি অমৃতা সিনহা। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেখানেই বড় ধাক্কা! হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয় এই মামলা বেঞ্চের বিচার্য বিষয় অর্থাৎ রোস্টারে নেই। এই যুক্তিতে মামলা গ্রহণ করেনি আদালত।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে পুরসভার নিয়োগ মামলা সরে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আসে। এরপরই রাজ্যের তরফে সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন।
এদিন ডিভিশন বেঞ্চে জানায়, পুরসভা সংক্রান্ত কোনও মামলা এই বেঞ্চ শোনে না তাই এখানে মামলা গ্রহণ করা যাবে না। ফলে নিয়ম মেনে মামলাটি এবার প্রধান বিচারপতির এজলাসে চলে যাবে। তিনি বেঞ্চ ঠিক করে দেবেন। তারপর মামলার শুনানি হবে। রাজ্যকে অবসরকালীন বেঞ্চে যেতে হবে। মামলাটি আলাদা করে উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে রাজ্যকে ১৫ দিন অপেক্ষা করতে হবে বলে জানা গিয়েছে।
পুরনিয়োগ মামলা শুনলেন না বিচারপতি, মামলা গেল প্রধান বিচারপতির বেঞ্চে
