নজরবন্দি ব্যুরোঃ বলিউড অনেকের কাছে স্বপ্নের মত। কারণ সেলিব্রিটিদের জীবন বেশিরভাগ সময়ই বিলাসবহুল জীবন যাপন, খ্যাতি এবং গ্লামার দিয়ে সজ্জিত থাকে। তাই তাঁদের অনুগামীরা সবসময় তাঁদের জীবন সম্পর্কে নানান আপডেট পেতে ভালোবাসে এবং আগ্রহী থাকে।
বলিউড সেলিব্রিটিদের ও সাধারণ মানুষদের মত অনেক গোপন তথ্য থাকে। নিম্নে সেরকমই কয়েকটি সেলিব্রিটির গোপন তথ্য দেওয়া হল। রণবীর কাপুর এবং আলিয়া ভাট বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি। এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন তাঁরা যখন একসঙ্গে ঘুমতেন তখন আলিয়া ঘুমের মধ্যে ভীষণ নাড়াচাড়া করতেন। যার ফলে রনবীর কে বিছানার এক কনে শুতে হত। এবং গোটা চাঁদর গুটিয়ে যেত।
সম্প্রতি প্রিয়াঙ্কা তার স্বামী নিক এর ব্যাপারে বলেছেন “যখন আমি খুব থেকে উঠি আমার স্বামী আমার দিকে তাকিয়ে থাকে। আমি তখন বলি দাঁড়াও আমাকে একটু মাস্কারা লাগাতে দাও কিন্তু সে শোনেনা। কিন্তু তখন আমার এই বিশ্রী মুখ তাঁকেই সে সুন্দর বলে। বলে খুব মিষ্টি লাগে।
শহিদ কাপুরের স্ত্রী, মীরা রাজপুত কাপুর ২০১৫ সালে একসঙ্গে পালিয়ে বিয়ে করার পর থেকে প্রচারের আলোয় চলে আসে। এরপর থেকে যখনই তাঁরা ক্যামেরার সামনে আসেন নিজেদের ব্যাক্তিগত জীবন সম্পর্কে বলতে দ্বিধাবোধ করেন না। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন তার স্বামী বিছানায় পুরো পাগলের মত করেন।