যাদবপুর ক্যাম্পাসে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার ব্যবস্থা, তবে রয়েছে একগুচ্ছ শর্ত
World Cup on Giant Screen at Jadavpur Campus

নজরবন্দি ব্যুরোঃ আজ বিশ্বকাপ। সেই উপলক্ষে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার ব্যবস্থা করলেন যাদবপুর ক্যাম্পাস। তবে তার ওপর চাপানো হয়েছে একাধিক শর্ত। কারন কিছু সময় আগেই যাদবপুরের ছাত্রমৃত্যু ঘিরে তোলপাড় হয়েগিয়েছিলো সর্বত্র। তাই এবার সবকিছুতেই অবলম্বন করা হচ্ছে বাড়তি সতর্কতা।

আরও পড়ুনঃ বিশ্বকাপ ফাইনালে নয়া অবতারে গুগল, ক্রিকেটের লড়াইয়ের ছোঁয়ায় সেজে উঠল ডুডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, খেলার দেখার সময় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। শুধুমাত্র ছাত্র ছাত্রী, শিক্ষক এবং শিক্ষিকারা এবং বাকি কর্মীরাই এই বিশেষ সুবিধা পাবেন। তবে এই দিন বিশ্ববিদ্যালয় চত্বরে মদ, গাঁজা বা অন্যান্য তামাকজাত দ্রব্য সেবন করা যাবে না। শুধু তাই নয় বাজি ফাটানোর ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

World Cup 2023: যাদবপুর ক্যাম্পাসে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার ব্যবস্থা, তবে রয়েছে একগুচ্ছ শর্তফের ২০ বছর পর বিশ্বকাপ। ২০০৩ সালের বদলা নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। রোহিত শর্মাদের হাতেই ক্রিকেটপ্রেমীরা ট্রফি দেখতে চায়। উন্মাদনা তুঙ্গে, সেজে উঠেছে গোটা শহর। শপিং মল থেকে শুরু করে রাস্তাঘাট সকলেই ক্রিকেট জ্বরে আক্রান্ত। যারা মাঠে যেতে পারেননি। তাদের জন্য স্ক্রিনের ব্যবস্থাও করা হয়েছে।

যাদবপুর ক্যাম্পাসে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার ব্যবস্থা, নিষেধাজ্ঞা মদ্যপানে

World Cup 2023: যাদবপুর ক্যাম্পাসে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার ব্যবস্থা, তবে রয়েছে একগুচ্ছ শর্তদুপুর ২টো থেকে শুরু হয়েছে। ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ২০২৩। Star Sports নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার হচ্ছে খেলা। এছাড়াও এই ম্যাচ বিনামূল্যে লাইভ স্ট্রিম করা হচ্ছে।